
Assembly Election Exit Poll 2022: মণিপুরে গেরুয়া ঝড়ের ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ১০ মার্চ। তার আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই মণিপুরে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলছে। জি নিউজ-ডিজাইনবক্সডের সমীক্ষায় প্রথম মণিপুরের এগজিট পোল প্রকাশিত হয়েছে।

আগের নির্বাচনে
২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছিল ২৮টি আসন। বিজেপি ২১টি। নাগা পিপলস ফ্রন্ট ও ন্যাশনাল পিপলস পার্টি চারটি করে, নির্দল, লোক জনশক্তি পার্টি ও তৃণমূল কংগ্রেস একটি করে আসনে জয়লাভ করে। যদিও এনপিপি, এনপিএফ ও লোক জনশক্তি পার্টির সঙ্গে জোট গড়ে সরকার গড়ে বিজেপি। কংগ্রেস বেশি আসন জিতলেও সরকার গড়তে পারেনি। এন বীরেন সিং মুখ্যমন্ত্রী হন।

জি নিউজের সমীক্ষা
বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ৬০ আসনের বিধানসভার দখল রাখতে চলেছে ভারতীয় জনতা পার্টি। জি নিউজ-ডিজাইনবক্সডের সমীক্ষায় আসন সংখ্যা হতে পারে এরকম- বিজেপি ৩২-৩৮, কংগ্রেস জোট ১২-১৭, এনপিএফ ৩-৫. এনপিপি ২-৪, অন্যান্য ২-৫।

রিপাবলিকেও ম্যাজিক ফিগার স্পর্শ
রিপাবলিক টিভি ও পি-মার্কের সমীক্ষাতেও দেখানো হচ্ছে, মণিপুরে সরকার ধরে রাখতে চলেছে বিজেপি। তারা পেতে পারে ২৭ থেকে ৩১টি আসন। কংগ্রেস পেতে পারে ১১ থেকে ১৭টি আসন। এনপিপির দখলে আসতে পারে ৬ থেকে ১০টি আসন। এনপিএফ পেতে পারে ২ থেকে ৬টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩ থেকে সাতটি আসন।

ইন্ডিয়া নিউজের অন্যরকম দাবি
ইন্ডিয়া নিউজ- জন কি বাতের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না মণিপুরে। ভারতীয় জনতা পার্টি পেতে পারে ২৩ থেকে ২৮টি আসন। কংগ্রেস জোট পেতে পারে ১৪ থেকে ১০টি আসন। এনপিপি ৭ থেকে ৮টি আসন। এনপিএফ ৫ থেকে ৮টি আসন। জেডিইউ ৫ থেকে ৭টি আসন। নির্দল ২ থেকে ৩টি আসন।