For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা বন্দ্যোপাধ্যায় মন থেকে নোট বাতিলের সমর্থন করছেন, বিরোধিতা করছেন প্রক্রিয়া নিয়ে : বাবা রামদেব

মুখে যতই বিরোধিতা করুন না কেন, মন থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোট বাতিলে সপক্ষেই রয়েছে। কলকাতায় ইনফোকম ২০১৬ সম্মেলনের এসে এমনটাই বললেন যোগগুরু বাবা রামদেব।

Google Oneindia Bengali News

কলকাতা, ৪ ডিসেম্বর : মুখে যতই বিরোধিতা করুন না কেন, মন থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোট বাতিলে সপক্ষেই রয়েছে। কলকাতায় ইনফোকম ২০১৬ সম্মেলনের এসে এমনটাই বললেন যোগগুরু বাবা রামদেব। [রামদেবের ঔষধালয়ে পুত্রসন্তান প্রাপ্তির ঔষধি মিলছে? সঙ্গে প্রতিশ্রুতিও?]

বাবা রামদেবের কথায়, "আমার মনে হয় উনি গোটা পদ্ধতিটার বিরোধিতা করছেন। সরকারের সমালোচনা করছেন। এটা গণতান্ত্রিক দেশ। এখানে সবার অধিকার রয়েছে সমালোচনা করার।" [বিয়ের মুরশুমে নোট বাতিল নিয়ে বাবা রামদেবের যুক্তি হাসতে হাসতে আপনার পেটে খিল ধরাবে]

মমতা বন্দ্যোপাধ্যায় মন থেকে নোট বাতিলের সমর্থন করছেন, বিরোধিতা করছেন পক্রিয়া নিয়ে : বাবা রামদেব

মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ জীবনযাপন পদ্ধতির প্রশংসা করে বাবা রামদেব বলেন "আমি মাটি শুই আর উনি ছোট্ট বাড়িতে থাকেন। উনি হাওয়াই চটি পড়েন। উনি যেভাবে থাকেন তাতে ওর আর্থিক পরিস্থিতির বিষয়ে কারোর সন্দেহ হবে না। উনি মেনেছেন নকশাল ও সন্ত্রাস তহবিল এর জেরে ধাক্কা খাবে, কালো টাকাতেও এর প্রভাব পড়বে।"বিয়ের মুরশুমে নোট বাতিল নিয়ে বাবা রামদেবের যুক্তি হাসতে হাসতে আপনার পেটে খিল ধরাবে [কংগ্রেস নেতাদের সমকামী তকমা দিয়ে ফের বিতর্কে বাবা রামদেব]

শুধু তাই নয়, ২০১২ সালে নয়াদিল্লিতে যখন তিনি কালো টাকা নিয়ে প্রতিবাদ আন্দোলন করছিলেন তখন তিনি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করেছিলেন এবং বড় অঙ্কের নোট প্রত্যাহার করার পক্ষেই তারা ছিলেন বলেও দাবি বাবা রামদেবের।

English summary
Mamata Banerjee Only Opposing Procedure, Supports Notes Ban At Heart: Ramdev
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X