For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছবি বিতর্কের পর নতুন করে 'ফেক নিউজ'-এর শিকার মমতা!

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা যে ফেসবুকটা করি,.. নিজেরা রক্ত দিয়ে করি , হৃদয় দিয়ে করি.. আর ওরা ৯০ শতাংশ ফেকবুক। '

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার বাঘাযতীনের সভায় তিনি সোশ্যাল মিডিয়া নিয়ে বক্তব্য রাখতে গিয়ে জানান,'ওরা সোশ্যাল মিডিয়া করে মিথ্যে কথা ছড়ায়।' এরপর একধাপ এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা যে ফেসবুকটা করি,.. নিজেরা রক্ত দিয়ে করি , হৃদয় দিয়ে করি.. আর ওরা ৯০ শতাংশ ফেকবুক। ' মমতা বন্দ্যোপাধ্যায় ছবি বিকৃতি মামলা নিয়ে শীর্ষ আদালতের শুনানির পরই উঠে আসছে আরও বেশ কয়েকটি তথ্য।

ছবি বিতর্কের পর নতুন করে ফেক নিউজ-এর শিকার মমতা!

সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ঘিরে একের পর এক ভুয়ো বার্তা আসছে বলে দাবি করেছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম। সেই সংস্থার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মমতার ভারত ও পাকিস্তান নিয়ে অনভিপ্রেত কিছু মন্তব্যের স্ক্রিনশট ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। দিল্লির একটি হিন্দি নিউজ সাইট এই ধরনের খবর বাজারে আনছে। সেখানে জাতিবিদ্বেষমূলক বেশ কিছু তথ্য তুলে ধরা হচ্ছে।

ওই বিশেষ নিউজ পোর্টালে মমত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। সর্বভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু পুরোন বক্তব্য নিয়ে তাকে কার্যত 'ফেক নিউজ' বানিয়ে তা পোর্টালে সম্প্রচারিত করছে।

English summary
Mamata Banerjee becomes fake news target again as old post goes viral after BJP run-ins.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X