For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের সেরা মুখ্যমন্ত্রীর শিরোপা উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায়

স্কচ গ্রুপের বিচারে ফের একবার দেশের সেরা মুখ্যমন্ত্রীর শিরোপা পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

স্কচ গ্রুপের বিচারে ফের একবার দেশের সেরা মুখ্যমন্ত্রীর শিরোপা পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরের স্কচ চিফ মিনিস্টার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন তিনি। বিভিন্ন বিভাগে রাজ্যের পারফরম্যান্সের ভিত্তিতে রাজ্যের প্রধান হিসাবে মুখ্যমন্ত্রীকে বেছে নেওয়া হয়েছে।

দেশের সেরা মুখ্যমন্ত্রীর শিরোপা উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায়

সরকার পরিচালনা, সংষ্কৃতি, অর্থনীতি, শহর ও গ্রামোন্নয়নের নিরিখে সেরাদের বেছে নিয়ে পুরস্কৃত করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতার সেরা হওয়ার কথা সংস্থাই টুইট করে জানিয়েছে।

বাঁকুড়ার জেলা প্রশাসন অপুষ্টি দূরীকরণে ভালো ফল করেছে। অ্যাওয়ার্ড বিভাগে সোনা পেয়েছে। পূর্ব বর্ধমান, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ির জেলা প্রশাসন দারুণ ফল করেছে।

শিক্ষা ও স্বাস্থক্ষেত্রেও স্কচ পুরস্কার পেয়েছে বাংলা। সরকারি ফেয়ার প্রাইস ডায়গনস্টিক সেন্টার মনিটরিং সিস্টেমও গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম স্কচ বিভাগে পুরস্কৃত হয়েছে।

পাশাপাশি গ্রামোন্নয়নে পাঁচটি বিভাগে বাংলা সেরা হয়েছে। শহরোন্নয়নেও পুরস্কার এসেছে। এছাড়া সেচ, বিদ্যুত, অর্থ সব বিভাগেই বাংলা কোনও না কোনও পুরস্কার পেয়েছে।

[আরও পড়ুন:বড়দিনের আনন্দকে শহর থেকে জেলায় ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ মমতার][আরও পড়ুন:বড়দিনের আনন্দকে শহর থেকে জেলায় ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ মমতার]

English summary
Mamata Banerjee awarded best CM of Indian states by Skoch Award 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X