For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পদ্ম-হাতের সঙ্গ চাই না, একাই লড়বে তৃণমূল, ঘোষণা মমতার

Google Oneindia Bengali News

পদ্ম-হাতের সঙ্গ চাই না, একাই লড়বে তৃণমূল, ঘোষণা মমতার
নয়াদিল্লি, ১০ ডিসেম্বর : কংগ্রেস-বিজেপির সঙ্গে আপাতত গাটছড়া বাধছে না তৃণমূল। আসন্ন লোকসভা নির্বাচনে একাই লড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মঙ্গলবার একথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়।

সোমবার রাতেই দিল্লি পৌছন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের রাজ্যের সমস্যা কেন্দ্রীয় সরকারের কানে তুলতে এই সফর বলে তৃণমূলসূত্রের খবর। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা ছিল দিল্লির মসনদে পরিবর্তনের হাওয়ায় বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি বুঝতেই দিল্লির ঝটতি সফরে গিয়েছেন মমতা।

মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেদেখা করার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। প্রয়োজনীয় বৈঠক সেরে সংসদের সেন্ট্রাল হল থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দেন আসন্ন লোকসভা নির্বাচনে তিনি কোনও পক্ষের সঙ্গে থাকবেন না। কংগ্রেস বা বিজেপি কারও সঙ্গেই যে আপাতত জোট গড়তে তিনি নারাজ তাও পরিষ্কার করে দেন। জানিয়ে দেন আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর দল একাই লড়বে।

কোনও জোটে না গিয়ে একা লড়েই লোকসভা নির্বাচনে ৩০ থেক ৩২টি আসন তৃণমূল নিজের দখলে আনতে পারবে বলে মনে করছেন সর্ববারতীয় তৃণমূল কংগ্রেসের প্রধান। সেক্ষেত্রে কেন্দ্রে সরকার গড়ার ক্ষেত্রে তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাই এখনই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ভরাডুবির অংশীদার হওয়া বা বিজেপির সঙ্গে জোটে গিয়ে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নষ্ট কোনওটাই করতে চাইচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Trinamool will contest next Lok Sabha polls alone : Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X