For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছবির পোস্টারে নগ্ন দেহে তেরঙা জড়িয়ে হাই কোর্টের নোটিশ পেলেন মল্লিকা শেরওয়াত

Google Oneindia Bengali News

ছবির পোস্টারে নগ্ন দেহে তেরঙা জড়িয়ে হাই কোর্টের নোটিশ পেলেন মল্লিকা শেরওয়াত
মুম্বই, ৫ অগস্ট : ডার্টি পিকচার ছবির পোস্টারে জাতীয় পতাকা অবমাননা মামলায় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত এবং কেন্দ্রের বিরুদ্ধে পিটিশনের জেরে বিজ্ঞপ্তি জারি করল হায়দ্রাবাদ হাই কোর্ট। ৪ সপ্তাহের মধ্যে লিখিতভাবে ওই বিজ্ঞপ্তির জবাব দিতে নির্দেশ দেওয়া হল তাঁদের।

তাঁর আগামী ছবি 'ডার্টি পলিটিকস'-এর বিতর্কিত একটি পোস্টারের জেরেই এই বিপদ। ওই পোস্টারে দেখা গিয়েছে নগ্ন দেহে শুধুমাত্র তেরঙ্গা জড়িয়ে রেখেছেন মল্লিকা। এই ছবির একটি পোস্টার দেখা যাচ্ছে রাজস্থান বিধানসভার সামনে একটি লালবাতি লাগানো অ্যাম্বাসাডার গাড়ির উপর বসে রয়েছেন মল্লিকা। এক হাতে একটি সিডি এবং পরণে শুধুমাত্র গেরুয়া-সাদা-সবুজ তেরঙা।

আরও পড়ুন : 'ডার্টি পলিটিকস' করে বিপাকে মল্লিকা শেরাওয়াত, জাতীয় পতাকাকে অসম্মানের জন্য মামলা দায়ের

এই বিষয়ে যে জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়েছে, তাতে বলা হয়েছে, তেরঙাকে অশ্লীলভাবে ব্যবহার করা হয়েছে, এবং তা জাতীয় পতাকার অবমাননা। তাছাড়াও রাজ্যের প্রতীককে সস্তা প্রচারের জন্য ব্যবহার করা হয়েছে। জাতীয় গর্বকে অপমান করা হয়েছে ডার্টি পলিটিক্স ছবির পোস্টারে।

উল্লেখ্য 'ডার্টি পলিটিকস' ছবিটি কুখ্য়াত বনওয়ারী দেবী যৌন কেলেঙ্কারি মামলার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী এই ছবিতে বানওয়ারী দেবীর চরিত্রে অভিনয় করছেন মল্লিকা। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ওম পুরী, নাসিরুদ্দিন শাহ, অনুপম খেরের মতো বড় মাপের অভিনেতারা। রয়েছেন জ্যাকি শ্রফস গোবিন্দ নামদেব, আশুতোষ রানা, রাজপাল যাদব প্রমুখও।

হায়দ্রাবাদ হাইকোর্ট, মল্লিকা শেরাওয়াত, সেন্ট্রাল বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আদালতের নোটিসের জবাব ৪ সপ্তাহের মধ্যে দিতে বলা হয়েছে।

English summary
Mallika Sherawat Gets Court Notice Over Wearing Tricolour in Film Poster
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X