For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫০ বছরের ইতিহাসে দীর্ঘতম খরার কবলে পড়েছিল ভারত, জেনে নিন কী বলছে রিপোর্ট

দেশে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত চলা ৪১ মাসের লম্বা খরা ১৫০ বছরের সব থেকে লম্বা খরা। এমনই চাঞ্চল্যকর তথ্য জানাচ্ছে আইআইটি গবেষকরা।

Google Oneindia Bengali News

দেশে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত চলা ৪১ মাসের লম্বা খরা ১৫০ বছরের মধ্যে সব থেকে লম্বা খরা। এমনই চাঞ্চল্যকর তথ্য জানাচ্ছে আইআইটি গবেষকরা। আইআইটি-র এক প্রফেসরের অধীনে চলা গবেষণায় বলা হয়, "এরকম লম্বা খরা ভারতের মতো জনবহুল দেশে জলের সুরক্ষার উপর প্রশ্ন চিহ্ন তুলে দেবে।"

বিনামূল্যে জলের ব্যবহার নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ

বিনামূল্যে জলের ব্যবহার নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ

উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার দুই ভাই, চরণ যাদব ও মুরত যাদব। দুই জনেই কৃষক। দীর্ঘদিন ধরেই পৈতৃক জমি নিয়ে বিবাদ ছিল দুই ভআয়ের মধ্যে। পরে তারা সিদ্ধান্ত নেয় যে জমি ভাগাভাগি করে আলাদা হয়ে যাবে। তবে এতে চরণের একটু সমস্যা দেখা দিল। মুরতের জমিতে আসা সেচের জল বিনামূল্যে ব্যবহার করতে চাইত সে। তবে সেই আর্জি মেনে নেয়নি মুরত।

একদিন হঠাৎ পুলিশের কাছে খবর আসে যে একটি মাঠে চোখে পট্টি পরিয়ে হাত-পা বাঁধা অবস্থায় একজন পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ সেই ব্যক্তিকে উদ্ধার করে। হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকা সেই ব্যক্তি ছিল মুরত। পরে সে পুলিশক জানায়, জল নিয়ে বিবাদ হওয়ায় তার ভাই চরণ এই কাজ করেছে।

খরাপ্রবণ বুন্দেলখণ্ডের বিস্তৃত অঞ্চল

খরাপ্রবণ বুন্দেলখণ্ডের বিস্তৃত অঞ্চল

মধ্যপ্রদেশের উত্তর প্রান্ত ও উত্তরপ্রদেশের পশ্তিম প্রান্তের একটি বড় অঞ্চল এই বুন্দেলখণ্ড। ১৮৭০ থেকে ২০১৮ পর্যন্ত ভারতের খরা নিয়ে গবেষণা করতে গিয়ে তৈরি করা রিপোর্টে দেখা যাচ্ছে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত চলা ৪১ মাসের খরা এই ১৪৮ বছরের ইচিহাসে দীর্ঘতম।

কী বলছে রিপোর্ট?

কী বলছে রিপোর্ট?

আইআইটি গান্ধীনগরের অ্যাসোসিয়েট প্রফেসর বিমল মিশ্র তাঁর গবেষণায় জানাচ্ছেন, ১৮৭০ থেকে ২০১৮ পর্যন্ত দেশে ১৮ বার অনাব়ষ্টির কারণে ও ১৬ বার জলস্তর নেমে যাওয়ার কারণে খরা হয়েছে। এগুলির মধ্যে অনাবৃষ্টির কারণে সবথেকে ভয়াবহ খরাগুলি হয় ১৮৭৬, ১৮৯৯, ১৯১৮, ১৯৬৫ ও ২০০০ সালে। জলস্তর নেমে যাওয়ার কারণেও এই বছরগুলিতে খরা দেখা দেয়। তিনি জানাচ্ছেন ১৮৯৯ সালে হওয়া খরাটি সব থেকে বড় ও বিভীষিকাময় ছিল।

দেশের উপর খরার প্রভাব কী?

দেশের উপর খরার প্রভাব কী?

ভারত কৃষিপ্রধান দেশ। দেশের কৃষিকাজের সিংহভাগ নির্ভর করে থাকে বর্ষাকালে। দেশে ৮০ শতাংশ বৃষ্টিপাত সেই সময়তেই হয়। তবে এই সময় বৃষ্টি না হলে দেশের এক তৃতীয়াংশ এলাকায় খরার চোখ রাঙানি দেখা যায়। সেই অঞ্চলের আকার স্পেনের আকারের দুই গুণ। এর জেরে দেশের ২.৫ শতাংশ বৃদ্ধির হার নির্ভর করে। এবং তা প্রভাবিত হতে পারে। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত চলা চলা ৪১ মাস লম্বা খরা ভয়াবহতার দিক দিয়ে শীর্ষ স্তানে না থাকলেও তা দেশে হওয়া সব থেকে লম্বা খরা।

English summary
Longest drought in India in 150 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X