লোকসভা নির্বাচনের শেষ দফার উল্লেখযোগ্য ১০ প্রার্থী

বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। বারাণসী ও ভাদোদরা এই দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোদী। ভাদোদরাতে ইতিমধ্যে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। বারাণসীতে আজ ভোটগ্রহণ। দেশজুড়ে বিশাল আয়তনে প্রচার চালিয়েছেন নরেন্দ্র মোদী। বারাণসী থেকে যেদিন নরেন্দ্র মোদী মনোনয়ন জমা দেন, সেদিন জনতার ঢলে বারাণসীর পথে প্রায় সুনামি এসেছিল। যদিও প্রচারের শেষ লগ্নে বারাণসীতে মোদীর জনসভায় অনুমতি না পাওয়া গেলেও হাজারো বাধা সত্ত্বেও মানুষের সমর্থন মোদীর সঙ্গে যে রয়েছে তা ৭ মে-র রোড শো আরও একবার বুঝিয়ে দিয়েছে। এই কেন্দ্র থেকে আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেসের অজয় রাইয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন নরেন্দ্র মোদী।
২) মুলায়ম সিং যাদব
সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবও ম্যারাথন লোকসভার শেষ দফা নির্বাচনের উল্লেখযোগ্য প্রার্থী। নরেন্দ্র মোদীর মতো মুলায়মও ২টি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি মাইনপুরী ও অন্যটি আজমগড়। মাইনপুরীর ভোটগ্রহণ ইতিমধ্যে হয়ে গিয়েছে। আজ আজমগড়ের ভোট। বিজেপি সাংসদ রমাকান্ত যাদব, আপের রাজেশ যাদব এবং বহুজন সমাজ পার্টির শাহ আলমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুলায়ম সিং যাদব।
৩) অরবিন্দ কেজরিওয়াল
দিল্লির বিধানসভা নির্বাচনের অবিশ্বাস্য ফলাফল করার পর এবার অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আপ লোকসভা নির্বাচনেও পা রেখেছে। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানিয়ে বারাণসীতে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। বিধানসভা ভোটে জিতলেও ৪৯ দিনের মাথায় মুখ্যমন্ত্রীত্ব ছাড়ার ফলে অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তায় বিশাল ভাটা পড়তে শুরু করে। যদিও কেজরিওয়ালের দাবী, বারাণসীতে তাঁর প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র বিজেপি প্রার্থী মোদীর সঙ্গে। কংগ্রেসের অজয় রাইকে লড়াই হিসাবে গণ্য করতে নারাজ কেজরিওয়াল। একইসঙ্গে তাঁর দাবি বারাণসীর মানুষ মোদীকে গ্রহণ করবেন না, নির্বাচনের ফলেই তা স্পষ্ট হয়ে যাবে।
৪) অধীর চৌধুরি
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি এবার চতুর্থবারের জন্য লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বহরমপুর লোকসভা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। সিপিএমের প্রমথেশ মুখোপাধ্যায়, তৃণমূলের ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধীর চৌধুরি। বহরমপুর কংগ্রেসের শক্ত ঘাঁটি। এবারও এই আসন থেকে কংগ্রেসই জিতবে বলে দাবি অধীর চৌধুরি।
৫) অভিষেক বন্দ্যোপাধ্যায়
তৃণমূল যুবার সভাপতি তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নে অভিষেকের অভিষেক এবারের লোকসভা ভোটে। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র থেকে প্রথমবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিষেক। বিজেপির অভিজিৎ দাস, কংগ্রেসের কামরুজ্জামান কামার এবং সিপিএমের আবদুল হাসনাতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিষেক।
৬) সোমেন মিত্র
এবারের নির্বাচনে সোমেন মিত্র একটি উল্লেখ যোগ্যে নাম। ২০০৯ সালে তৃণমূলের টিকিটে ডায়মণ্ড হারবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম লোকসভায় যান সোমেনবাবু। কিন্তু ২০১৪ জানুয়ারি মাসে তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। তৃণমূলে যোগ দেওয়ার আগেও তিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন। এবার কংগ্রেসের টিকিটে তিনি কলকাতা উত্তর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপির রাহুল সিনহা, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আপের অলোক চতুর্বেদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোমেন মিত্র।
৭) দেব
ঘাটালের তৃণমূল প্রার্থী জনপ্রিয় অভিনেতা দেব। এই প্রথমবার বাংলার চলচ্চিত্র জগতে শীর্ষে থাকার পাশাপাশি তৃণমূল নেত্রীর কথায় লোকসভা ভোটেও দাঁড়িয়েছেন দীপক অধিকারি ওরফে দেব। দেবের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ঘাটাল আসনে অবিশ্বাস্য ফল করতে চাইছে তৃণমূল। এদিকে দেবের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করার পরে ধর্ষণ নিয়ে আপত্তিকর মন্তব্য করে খবরের শীর্ষে উঠে আসেন দেব। পরে অবশ্য নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী সন্তোষ রানা এবং কংগ্রেসের মানস ভুঁইয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
৮) অজয় রাই
বারাণসীতে হেভিওয়েট প্রার্থী নরেন্দ্র মোদী ও অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কংগ্রেসের বাজি স্থানীয় অজয় রাই। নরেন্দ্র মোদী বা অরবিন্দ কেজরিওয়াল কেউই বারাণসীর স্থানীয় নয়। কিন্তু অজয় রাই স্থানীয় ব্যক্তি। এবং সেখানে অজয় রাইয়ের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া বলে দাবি কংগ্রেসর। যদিও এদিন সকালে ভোট দিতে গিয়ে জামায় বুকের কাছে হাত চিহ্ন লাগিয়েই ভোটকেন্দ্রে ঢুকে বিতর্কের মুখে পড়েন অজয়।
৯) রাহুল সিনহা
কলকাতা উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি রাহুল সিনহা। এই কেন্দ্র থেকে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হবে। তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের সোমেন মিত্রর সঙ্গে টক্কর দেবেন রাহুল সিনহা।
১০ ) প্রকাশ ঝা
চলচ্চিত্র পরিচালক প্রকাশ ঝাঁ পশ্চিম চম্পারণ থেকে নিজের ভাগ্যপরীক্ষার জন্য দাঁড়িয়েচএ। সংযুক্ত জনতা দলের টিকিটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।