For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ব্যাঙ্ককে বলেছি, আর ঋণের প্রয়োজন নেই,’ ওনাম লটারিতে ২৫ কোটি জিতলেন কেরলের অটো চালক

কেরল ওনাম লটারি বাম্পারে এক অটো চালক জিতলেন ২৫ কোটি টাকা

Google Oneindia Bengali News

অটো চালিয়ে দিন গুজরান করতেন। ঠিক করেছিলেন মালয়েশিয়া যাবেন। সেখানে তিনি শেফের কাজ করবেন। যদি পরিবারের আর্থিক পরিস্থিতি কিছুটা ফেরে। কিছুটা স্বচ্ছলতার মুখ দেখতে পান। কিন্তু মালয়েশিয়া যেতে গেলে কিছু অর্থের প্রয়োজন প্রাথমিকভাবে। সেই টাকাও তাঁর ছিল না। তাই তিনি বাধ্য হয়েই ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছিলেন। তিনি তিন লক্ষ টাকা ব্যাঙ্কের থেকে ঋণ নেওয়ার আবেদনও করেন। সেই ঋণের আবেদন মঞ্জুর হওয়ার পরেই ভাগ্যদেবতা নিজে এসে ধরা দিলেন তাঁর কাছে। লটারিতে পেলেন ২৫ কোটি টাকা। এক নিমেষের মধ্যে সব কিছু পাল্টে গেল। আর তাঁর ব্যাঙ্কের থেকে ঋণ নেওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন নেই মালয়েশিয়াতে গিয়ে শেফের কাজ। এখন তিনি ভারতেই সুখে স্বাচ্ছন্দে নতুন কোনও ভবিষ্যৎ পরিকল্পনায় জীবন কাটাতে পারবেন। এমন ঘটনা কেরলের শ্রীভরহমের বাসিন্দা অনুপ ওনাম বাম্পার লটারিতে জিতে গিয়েছেন ২৫ কোটি টাকা।

‘ব্যাঙ্ককে বলেছি, আর ঋণের প্রয়োজন নেই,’ ওনাম লটারিতে ২৫ কোটি জিতলেন কেরলের অটো চালক

রবিবার কেরলের অনুপের বাড়িতে সাংবাদিকদের ভিড় লেগেই রয়েছে। শনিবার তিনি যে এজেন্সি থেকে টিকিট কেটেছিলেন, জেতার খবর পাওয়ার পর সেখানেই হাজির হয়েছিলেন অনুপ। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। ২৫ কোটি টাকার লটারি জেতার পর তাঁর খুশির পরিমাণ স্বাভাবিকভাবেই তাঁর মুখে-চোখে ফুটে উঠেছে। তিনি বলেন, প্রথমে একটা টিকিট বেছেছিলাম। কিন্তু তারপর অন্য নম্বরের টিকিট পছন্দ করি। সেই টিকিটেই প্রথম পুরস্কার ২৫ কোটি টাকা উঠে এসেছে। তিনি বলেন, আজকেই ব্যাঙ্কের থেকে ফোন করেছিল ঋণের বিষয়ে। আমরা জানিয়ে দিয়েছি, ঋণের আর প্রয়োজন হবে না। আমি আর মালয়েশিয়াও যাবো না।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপ বলেন, আমি গত ২২ বছর ধরে লটারির টিকিট কাটছি। আমি সর্বোচ্চ পাঁচ হাজার টাকার পুরস্কার জিতেছি। এবারে আমি আশাই করিনি জিতব। সেই টেলিভিশনে লটারির যখন ফলাফল দেখাচ্ছিল, আমি দেখিনি। কিন্তু আমি যখন আমার ফোন দেখলাম, জানতে পারলাম আমি ২৫ কোটি টাকার পুরস্কার পেয়েছি। প্রথমে তো আমি বিশ্বাস করতে পারিনি। স্ত্রীকে দেখালাম। তারপরেই আমি নিশ্চিত হলাম, আমি ২৫ কোটি টাকার পুরস্কার পেয়েছি।

অনুপ জানিয়েছেন, ২৫ কোটি টাকার পুরস্কার জেতার পরেও মনে দ্বন্দ্ব ছিল। আমি যে মহিলার কাছ থেকে টিকিট কেটেছিলাম, তাকে ফোন করলাম। তিনি আমাকে টিকিটের একটা ছবি পাঠাতে বলল। আমি টিকিটের ছবি পাঠানোর পর বললেন, আমি সত্যি ২৫ কোটি টাকার পুরস্কার জিতেছি।

২৫ কোটি টাকার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে আবেগে অনুপের চোখ চকচক করে ওঠে। তিনি বলেন, প্রথমে আমাদের জমিগুলো ছাড়াবো। ঋণে বন্দক দেওয়া রয়েছে। আমাদের নিজেদের বাড়ি নেই। একটা বাড়ি করব। আমাদের বেশ কয়েকজন আত্মীয়ের অবস্থা ভালো নয়, তাঁকেও কিছু সাহায্য করব। কেরলে একটি হোটেলের ব্যবসা করব। সেখানে কিছুটা টাকা ব্যয় করব। আর কিছু সেবামূলক কাজে টাকা ব্যয় করব। প্রসঙ্গত, গত বছর ১২ কোটি টাকা ওনাম লটারি বাম্পার কেরলের একজন অটো চালক জিতেছিলেন।

বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী, হাতে গড়া দলও মিশল গেরুয়া শিবিরেবিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী, হাতে গড়া দলও মিশল গেরুয়া শিবিরে

English summary
An auto driver won the Rs 25 crore Kerala auto driver won 25 crores rupees in lottery in Kerala on Sunday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X