For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রে কার সরকার? পঞ্চম দফা শেষেই ফেডারেল ফ্রন্টের তোড়জোড় কেসি রাওয়ের

কেন্দ্রে কার সরকার? পঞ্চম দফা ভোট শেষে শুরু হয়ে গিয়েছে সেই আলোচনা। শুধু আলোচনা শুরুই নয়, ইতিমধ্যে পদক্ষেপও শুরু করে দিয়েছে বিভিন্ন পার্টির সুপ্রিমোরা।

Google Oneindia Bengali News

কেন্দ্রে কার সরকার? পঞ্চম দফা ভোট শেষে শুরু হয়ে গিয়েছে সেই আলোচনা। শুধু আলোচনা শুরুই নয়, ইতিমধ্যে পদক্ষেপও শুরু করে দিয়েছে বিভিন্ন পার্টির সুপ্রিমোরা। ভোট শুরুর প্রাক্কালে যেভাবে অকংগ্রেসি-অবিজেপি জোট গঠনের তোড়জোড় শুরু করেছিলেন, ভোট শেষের মুখে আবারও সেই মিশন সফল করতে ময়দানে নেমে পড়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।

ফেডারেল ফ্রন্টের তোড়জোড়

ফেডারেল ফ্রন্টের তোড়জোড়

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও শীঘ্রই এইচ ডি কুমারস্বামী ও ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন। এর আগে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। বৈঠক করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গেও।

অ-কংগ্রেসি ও অ-বিজেপি সরকার!

অ-কংগ্রেসি ও অ-বিজেপি সরকার!

তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চাইছেন কেন্দ্রে অ-কংগ্রেসি ও অ-বিজেপি সরকার গঠনের ক্ষেত্রে। আর দু-দফা ভোট বাকি। এরই মধ্যে তিনি তৃতীয় ফ্রন্ট গঠনের জন্য সফরে বেরোবেন। তিরুবনন্তপুরমে যাবেন। এমনকী তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিংবা উত্তরপ্রদেশে গিয়ে মায়াবতী ও অখিলেশের সঙ্গেও দেখা করতে পারেন।

তৃতীয় ফ্রন্টের পক্ষে রায়!

তৃতীয় ফ্রন্টের পক্ষে রায়!

তিনি মনে করেন, দেশের মানুষ এবার তৃতীয় ফ্রন্টের পক্ষে রায় দিয়েছে। এবার সময় এসেছে ফেডারেল ফ্রন্ট গড়ে আঞ্চলিক দলগুলোকে এক জায়গায় আসতে হবে। সর্বভারতীয় দল কংগ্রেস ও বিজেপিকে তাহলে মোক্ষম জবাব দেওয়া যাবে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যেই দেশ পরিভ্রমণে বের হতে চলেছেন।

তৃতীয় ফ্রন্টের পথিকৃত কেসি রাও

তৃতীয় ফ্রন্টের পথিকৃত কেসি রাও

২০১৮-র মার্চ মাস থেকেই আঞ্চলিক দলগুলো ফেডারেল ফ্রন্ট গঠনের তোড়জোড় শুরু করে। তাঁদের মধ্যে অন্যতম পথিকৃত হলেন কে চন্দ্রশেখর রাও। তিনি তখন থেকেই বলে আসছেন, বিজেপি এবার সংখ্যা গরিষ্ঠতা পাবে না। আঞ্চলিক দলগুলিই এবার জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা পালন করবে।

বিজেপি ১৫০, কংগ্রেস ১০০!

বিজেপি ১৫০, কংগ্রেস ১০০!

তিনি বলেন, বিজেপি এবার ১৫০টির বেশি আসন জিতবে কি না সন্দেহ রয়েছে। কংগ্রেসও ১০০ পেরোতে পারবে না বলে তিনি মনে করেন। বাকিদের যোগ করলে ম্যাজিক ফিগারের থেকে বেশি আসন হবে। এখন বাকিদের এক জায়গায় আনাই মস্ত বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, "আমরা দেশের জন্য একটি বাস্তব ফেডারেল ফ্রন্ট গঠনের চেষ্টা চালাচ্ছি।

English summary
Telengana CM KC Rao initiates to build Federal front for new government. He tours for meeting with Kumarswami, Stalin and Vijayan,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X