For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্মীবারে কর্ণাটকে 'ফ্লোর টেস্ট', কুমারস্বামী নাকি ইয়েদুরাপ্পা, পাল্লা ভারী কার দিকে

আগামী বৃহস্পতিবার কর্ণাটকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে নামবে কংগ্রেস-জেডিএস জোট। এদিন সেকথাই ঘোষণা করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

  • |
Google Oneindia Bengali News

আগামী বৃহস্পতিবার কর্ণাটকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে নামবে কংগ্রেস-জেডিএস জোট। এদিন সেকথাই ঘোষণা করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। আগামী ১৮ জুলাই সকাল ১১টায় বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দেবে এইচডি কুমারস্বামীর সরকার। জোট সরকারের বৈঠকের পর এমনটাই জানিয়েছেন সিদ্দারামাইয়া।

চলছে দোলাচল

চলছে দোলাচল

গত দুই সপ্তাহে মোট ১৮ জনের পদত্যাগের পর কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকার টলমল করছে। তবে এটা নতুন ঘটনা নয়। যবে থেকে সরকার তৈরি হয়েছে, তবে থেকেই জোটের ভবিষ্যৎ দোদুল্যমান। দুই দল হাজারো চেষ্টা করেও বিক্ষুব্ধদের বাগে আনতে পারেননি। তবে এখনও চেষ্টা চালাচ্ছেন।

পড়ে যেতে পারে সরকার

পড়ে যেতে পারে সরকার

এখনও পর্যন্ত জেডিএস-কংগ্রেসের ১৬জন বিধায়ক ও দুজন নির্দল পদত্যাগ করেছেন। যদি সকলের পদত্যাগ গৃহীত হয় তাহলে ১১৮ থেকে জোটের বিধায়ক সংখ্যা নেমে আসবে ১০০ তে।

বিজেপি পেতে পারে ক্ষমতা

বিজেপি পেতে পারে ক্ষমতা

এবং সংখ্যাগরিষ্ঠতা পেতে ১১৩ নয় প্রয়োজন হবে ১০৫ জন বিধায়ক যা বিজেপির রয়েছে। এছাড়া দুজন নির্দলের সমর্থনও তাঁদের দিকে রয়েছে। ফলে ১০৭ জনকে সঙ্গে পাবে বিজেপি। এখন দেখার কর্ণাটকে ফ্লোর টেস্টে কারা জেতে।

[আরও পড়ুন:চরমে রাজনৈতিক অস্থিরতা, আস্থা ভোটের দাবিতে কর্নাটক বিধানসভায় হট্টগোল বিজেপির][আরও পড়ুন:চরমে রাজনৈতিক অস্থিরতা, আস্থা ভোটের দাবিতে কর্নাটক বিধানসভায় হট্টগোল বিজেপির]

English summary
Karnataka Congress-JDS govt's floor test on Thursday, confirms Siddaramaiah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X