For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিরণ রে়ড্ডির সদ্যোজাত দলের প্রতীক 'চপ্পল'

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কিরণ রেড্ডি
বিশাখাপটনম, ১৭ মার্চ: কিছুদিন আগেই নয়া দল গঠন করেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি। এবার সেই দলের প্রতীক হিসাবে বেছে নিলেন চপ্পল! গতকাল এখানে দীর্ঘক্ষণ চিন্তামন্থনের পর চপ্পল প্রতীক গ্রহণের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা গঠনের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন কিরণকুমার রেড্ডি। এমনকী, কংগ্রেসও ছাড়েন তিনি। গঠন করেন নয়া রাজনীতিক দল, জয় সমৈক্যান্ধ্র পার্টি বা জেএসপি। সীমান্ধ্রের স্বার্থে লড়বেন বলে ঘোষণা করেন।

চপ্পল কেন বেছে নিলেন?

কিরণ রেড্ডির ব্যাখ্যা, "চপ্পল যেমন মানুষের পদসেবা করে, আমরাও সেইভাবে তেলুগু জাতির স্বার্থরক্ষা করব।" দলের সাধারণ সম্পাদক এন তুলসী রেড্ডি বলেন, "চপ্পল কখনও কেউ একটা পরে না, এক জোড়া পরে। এটা একসঙ্গে থাকা বোঝায়। এটা ঐক্যের প্রতীক। গরিব মানুষ অনেক দেখবেন, কিন্তু জুতো ছাড়া কেউ রাস্তায় হাঁটছে, এটা দেখবেন না।" দলের আর এক নেতা জি শ্রীনিবাস আরও এক ধাপ এগিয়ে বলেছেন, "কুক্ক কাটুকু চেপ্পু দেব্ব", অর্থাৎ যে কুকুর কামড়ায়, তাকে পিটিয়ে শেষ করে দিতে হয়। নিশ্চিতভাবেই এখানে কুকুর বলতে কংগ্রেসকে বুঝিয়েছেন তিনি।

চিন্তামন্থন বৈঠকে যথারীতি টিডিপি এবং ওয়াইএসআর কংগ্রেসকে বিঁধেছেন কিরণ রেড্ডি। বলেছেন, দু'জনেই সীমান্ধ্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ওয়াইএসআর কংগ্রেসের জগন রেড্ডি ইউপিএকে গোপনে চিঠি লিখে বলেছেন, রাজ্য ভাগ করে তাঁকে সীমান্ধ্রের মুখ্যমন্ত্রী করতে। অথচ বাইরে দেখাচ্ছেন, তিনি রাজ্য ভাগের বিরোধিতা করেছেন! এটা ভণ্ডামি। একইভাবে, তেলুগু দেশম পার্টির সঙ্গে নাকি গোপনে বোঝপড়া হয়েছে কংগ্রেস এবং বিজেপি-র।

English summary
JSP adopts slipper as its new symbol
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X