For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাম-কংগ্রেসের দ্বিচারিতা, রাহুল গান্ধীর রাজনৈতিক পর্যটন! একের পর এক ইস্যুতে বিস্ফোরক নাড্ডা

Google Oneindia Bengali News

ফের একবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পর্যটক রাজনীতিবিদ হিসেবে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন অসমের বোকোতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ শানান জেপি নাড্ডা। উল্লেখ্য, ইতিমধ্যেই দুই দফার নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছে অসমে। সেরাজ্যে আর একটি দফার ভোটগ্রহণ বাকি। এবং অন্তিম দফার আগে একে অপরের বিরুদ্ধে 'অল-আউট' আক্রমণে নেমেছে বিজেপি-কংগ্রেস।

কংগ্রেস-সিপিএম-এর নীতি নিয়ে প্রশ্ন তোলেন নাড্ডা

কংগ্রেস-সিপিএম-এর নীতি নিয়ে প্রশ্ন তোলেন নাড্ডা

পাশাপাশি এদিন কংগ্রেস-সিপিএম-এর নীতি নিয়েও প্রশ্ন তোলেন জেপি নাড্ডা। এদিন জেপি নাড্ডা বলেন, একাধিক রাজ্যে কংগ্রেস এবং বাম দলগুলি জোট বেঁধেছে। আবার কেরলে তারা একে অপরের বিরুদ্ধে লড়ছে। পাশাপাশি কংগ্রেসের সঙ্গে বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ-এর জোট নিয়েও খোঁচা দেন জেপি নাড্ডা।

কেরল এক, বাংলা-অসমে এক...

কেরল এক, বাংলা-অসমে এক...

এদিন জেপি নাড্ডা বলেন, 'কেরলে কংগ্রেস সিপিএম-এর বিরুদ্ধে লড়ছে। অন্যদিকে বাংলা এবং অসমে জোট বেঁধে লড়ছে কংগ্রেস এবং বাম দলগুলি। এদিকে কংগ্রেস নাকি ধর্মনিরপেক্ষ দল। তাহলে অসমে কংগ্রেস কীভাবে অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক ফ্রন্টের সঙ্গে জোট বাঁধল?'

রাহুল গান্ধী রাজনৈতিক পর্যটক

রাহুল গান্ধী রাজনৈতিক পর্যটক

এদিন রাহুল গান্ধীকে আক্রমণ শানিয়ে জেপি নাড্ডা বলেন, 'সক্রিয় রাজনৈতিক কর্মী হওয়া এক জিনিস আর রাজনৈতিক পর্যটক হওয়া এক জিনিস। আমি যখনই কংগ্রেস নিয়ে কথা বলি, আমি বলি যে তারা রাজনৈতিক পর্যটকদের দল। নির্বাচনের সময় ওরা ছবি তোলাতে আসেন। তাঁরা আসেন, হাত নারান, একটু কথা বলেন এবং তলে যান। তাঁদের কোনও জ্ঞান নেই।'

বিজেপি অসমে নিজেদের ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে লড়াই করছে

বিজেপি অসমে নিজেদের ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে লড়াই করছে

উল্লেখ্য, বিজেপি অসমে নিজেদের ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে লড়াই করছে। অন্যদিকে কংগ্রেস নিজেদের হারানো জমি ফিরে পাওয়ার লড়াই করছে। কংগ্রেসের ১৫ বছরের শাসনের পর ২০১৬ সালে ইতিহাস রচনা করে প্রথমবার সরকার গঠন করে বিজেপি৷ বিজেপি ও তাদের শরিক অগপ এবং বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট অসমের ১২৬টি বিধানসভা আসনের মধ্যে ৮৬টিতে জয়লাভ করে৷ বিজেপি জেতে ৬০টি, অগপ ১৪টি এবং বিপিএফ জেতে ১২টি আসনে৷ তরুণ গগৈয়ের নেতৃত্বে টানা তিনবার সরকার চালানো কংগ্রেস জেতে মাত্র ২৬টি আসনে৷

English summary
JP Nadda targets CPIM and Congress and snubs Rahul Gandhi, labelling him as political tourist
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X