For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যসভায় ওয়াকআউট নীতীশের দলের, তিন তালাক বিল ইস্যুতে অক্সিজেন পেল বিজেপি

রাজ্যসভায় এদিন পেশ হয়েছে তিন তালাক বিল। এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বিলটি উত্থাপন করেন সংসদের উচ্চকক্ষে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যসভায় এদিন পেশ হয়েছে তিন তালাক বিল। এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বিলটি উত্থাপন করেন সংসদের উচ্চকক্ষে। তার আগে গত সপ্তাহে লোকসভায় তিন তালাকের সংশোধিত বিলটি পাশ হয়। নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড তিন তালাক বিলের বিরোধিতা করে আসছিল। এদিন রাজ্যসভায় বিল পাশ হতেই জেডিইউ ওয়াকআউট করে।

রাজ্যসভায় ওয়াকআউট নীতীশের দলের, তিন তালাক বিল ইস্যুতে অক্সিজেন পেল বিজেপি

জেডিইউ এর বক্তব্য ছিল, নতুন বিলে যা বলা হয়েছে তাই পাশ করানোর চেষ্টা হলে তাঁরা বিরোধিতা করবেন। ফলে মনে করা হচ্ছিল, রাজ্যসভায় বিল পেশ হলে বিজেপির পক্ষে তা পাশ করানো সহজ হবে না। কারণ রাজ্যসভায় এখনও বিরোধীদের পাল্লা সামান্য ভারী। তার ওপরে এনডিএ-র সহযোগী দল জেডিইউ তাতে যোগ দিলে সোনায় সোহাগা।

তবে এদিন পাল্টা বিজেপিকে সুবিধে করে দিতেই বোধহয় জেডিইউ রাজ্যসভা থেকে বিলের প্রতিবাদ করে ওয়াকআউট করল। এর ফলে ভোটাভুটিতে সংখ্যা কমে গেল। যা আদতে বিজেপিকেই সুবিধে দেবে।

রাজ্যসভায় জেডিইউ-র ৭ জন সদস্য রয়েছেন। ফলে এতজন কমে গেলে বিল পাশ করানোর সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগারও কমে যাচ্ছে। যা বিজেপির সুবিধা করে দেবে।

প্রসঙ্গত, জানা গিয়েছে, সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ফোন করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। তখনই রাজ্যসভায় তিন তালাক বিল নিয়ে আলোচনা হয়েছে কিনা তা সঠিক জানা সম্ভব নয়। তবে নীতীশের দলের আচমকা ওয়াকআউট যে সকলকে অবাক করে দিয়েছে তা বলাই বাহুল্য।

English summary
JD(U) walkout of Rajya Sabha on triple talaq will help BJP passing the bill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X