For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ দিনের লকডাউন: নিয়ম ভাঙলে কোন কোন শাস্তি হতে পারে জানুন

  • |
Google Oneindia Bengali News

করোনার প্রকোপ রুখতে ভারতে ২৪ মার্চ থেকে ৩ সপ্তাহের জন্য লক ডাউন ঘোষিত হয়েছে। এই লকডাউন আগামি ৩ সপ্তাহের জন্য। ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই লকডাউন থাকবে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এক অভূতপূর্ব সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারত। আর সেই প্রেক্ষাপটেই এমন ঐতিহাসিক ঘোষণা এদিন করেন দেশের প্রধানমন্ত্রী। এমন পরিস্থিতিতে কোন কোন শাস্তি লাগু হতে পারে ,নিয়মের বাইরে গেলে, দেখে নেওয়া যাক।

 নিয়ম না মানলেই কী হতে পারে?

নিয়ম না মানলেই কী হতে পারে?

কোনও সরকারি কর্মীকে এমন পরিস্থিতিতে তাঁর কাজে বাধা দিলেই শাস্তি হতে পারে। এমনকি রাজ্য বা কেন্দ্রের তরফে আসা নির্দে পালিত না হলেও হতে পারে শাস্তি। যার সাজা এক বছরের জেল বা জরিমানা হতে পারে। নিয়ম না মানায় কারোর মৃত্যু হলে, তার সাজা আরও ভয়ানক হতে পারে।

আর কোন কোন ক্ষেত্রে শাস্তি লাগু হতে পারে?

আর কোন কোন ক্ষেত্রে শাস্তি লাগু হতে পারে?

কোনও তথ্য দিয়ে কোনও মিথ্যা দাবি যদি কেউ এই সময় করে তাহলে তার ২ বছর পর্যন্ত জেল হতে পাারে শাস্তি হিসাবে। ত্রাণের কাজে লাগা পণ্য বা টাকা যদি কেউ এই সমচ নয়ছয় করে বা নিজের কাছে কুক্ষিগত করে তাহলে শাস্তি হতে পারে। ভুল বার্তা ছড়িয়ে কাউকে ভ্রান্ত সতর্কীকরণ করলেও লকডাউনের সময় শাস্তি হতে পারে।

সরকারি কর্মচারিদের বিরুদ্ধে ও ব্যবস্থা

সরকারি কর্মচারিদের বিরুদ্ধে ও ব্যবস্থা

এমন সময় কোনও সরকারি কর্মচারিও যদি কোনও অন্যায় মূলক কাজ করেন তাহলেও তা আইনের বাইরে যাবে না। যে দফতরের কর্মী অন্যায় করবেন ,তার দফতর যদি পদক্ষেপ না নেয়, তাহলে সেই দফতরের কর্তাকে শাস্তি পেতে হবে। কর্তব্যে গাফিলতি এই সময় পেলেই শাস্তির খাঁড়া ঝুলছে কর্তব্যে থাকা সরকারি অফিসারদের ওপর।

 কর্তব্য থেকে সরে আসলেও শাস্তি

কর্তব্য থেকে সরে আসলেও শাস্তি

যদি কোনও সরকারি কর্মী এমন আপৎকালে নিজেকে কর্তব্য থেকে সরিয়ে নেন তাহলে তাঁকেও মুখোমুখি হতে হবে শাস্তির। এতে জরিমানা ও হাজতবাস দুইয়ের একটি হতে পারে। এছাড়াও সেকশন ৬৫ এর আওতায় যদি কোনও সরকারি কর্মী আইন বিরুদ্ধ কাজ করে তাহলেও হাজতবাসের সাজা হতে পারে।

 জনপ্রতিনিধির নির্দেশ না মানলে

জনপ্রতিনিধির নির্দেশ না মানলে


যদি কোনও নির্দেশ কোনও স্থানীয় জনপ্রতিনিধি এই সময় আপৎকালীন পরিস্থিতি দিয়ে থাকেন,তাহলে তা নাম মানলেও শাস্তি হতে পারে। এছাড়া এই সময় কোনও কর্পোরেট হাউস বা সংস্থা যদি নিয়ম না মানে তারও কড়া শাস্তি হতে পারে। এতে ত্রাণের কাজে যদি কোনও সংস্থা বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাদের শাস্তি হবে। যদি কেউ এক্ষেত্রে প্রমাণ করতে পারে যে সংস্থার অজান্তেই ভুল হয়েছে তাহলে শাস্তি মুকূব হলেএ হতে পারে। তবে যদি দোষ পাওয়া যায় তাহলে শাস্তি হবে।

English summary
India Lockdown, list of offences that will be penalized
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X