For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমানবন্দরের এক্স-রে ফাঁকি, মুম্বই থেকে বিমানে আনা ৩ কোটি টাকার পুরনো নোট ধরা পড়ল দিল্লিতে

দিল্লির কারোল বাগের একটি হোটেল থেকে ৩ কোটির বেশি টাকা উদ্ধার হয়েছে। পুরো টাকাটাই ১০০০ ও ৫০০ টাকার নোটে। মুম্বই থেকে বিমানে করে নিয়ে আসা হয়েছে এই টাকা। বিশেষ প্যাকিংয়ের সাহায্যে ফাঁকি এক্সরে মেশিনে।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর : দিল্লির কারোল বাগের একটি হোটেল থেকে ৩ কোটির বেশি টাকা উদ্ধার হয়েছে। পুরো টাকাটাই পুরনো ১০০০ ও ৫০০ টাকার নোটে। মুম্বই থেকে বিমানে করে নিয়ে আসা হয়েছে এই টাকা। সুটকেসের মধ্যে এমনভাবে প্যাকিং করা হয়েছিল যে বিমানবন্দরের এক্স-রে মেশিনেও তা ধরা পড়েনি।

#Demonetisation বিতর্কে এদিন সংসদে মুখ খুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

#Demonetisation এর পরে হুহু করে লোকনিয়োগ করছে এই কোম্পানিগুলি

হাওয়ালার জন্য মূলত এই টাকা মুম্বই থেকে দিল্লি আনা হয়েছিল। পুলিশ জানিয়েছে, কারোল বাগের জনপ্রিয় বাজার এলাকায় তক্ষ ইন নামের এক হোটেল থেকে ৫ জনকে গ্রেফতার করা গয়েছে। এদের কাছ থেকে ৩.২৫ কোটি টাকা পাওয়া গিয়েছে।

বিমানবন্দরের এক্স-রে ফাঁকি, মুম্বই থেকে বিমানে আনা ৩ কোটি টাকার পুরনো নোট ধরা পড়ল দিল্লিতে

তদন্তকারীদের কথায়, যেহেতু টাকা বিমানে করে আনা হবে তাই প্যাকিং বিশেষজ্ঞদের ভাড়া করা হয়েছিস যাতে এমনভাবে টাকার প্যাকিং হয় যে এক্স-রে মেশিনে তা ধরা না পড়েয যে তার এবং টেপ ব্যবহার করা হয়েছিল তা বিশেষভাবে এক্স-রে মেশিনের চোখে ধুলো দেওয়ার জন্য তৈরি করা।

রেডিওঅ্যাক্টিভ কালি ব্যবহার হয়েছে নতুন ৫০০ ও ২ হাজারের নোটে?

#Demonetisation নিয়ে নতুন দাবি নরেন্দ্র মোদীর

গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশ ও আয়কর আধিকারিকরা যৌথ অভিযান চালায়। আয়কর দফতর পুরো টাকাটা বাজেয়াপ্ত করেছে। ধৃতদের ফোন পরীক্ষা করে দেখছে পুলিশ।

English summary
In Delhi's Karol Bagh, 3 Crores In Old Notes, Packed To Cheat Airport X-Ray Machines
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X