For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহে এক মাসে কতজন যাত্রী বিমানে সফর করেছে জানেন? সংখ্যাটা চমকে দেওয়ার মতো

করোনা আবহে এক মাসে কতজন যাত্রী বিমানে সফর করেছে জানেন? সংখ্যাটা চমকে দেওয়ার মতো

Google Oneindia Bengali News

করোনা আবহের মধ্যেই অভ্যন্তরীণ বিমান পরিষেবা শুরু হয়েছে দেশে। নির্দিষ্ট সংখ্যক বিমান চালানো হচ্ছে। তাতেই গত এক মাসে ২০ লক্ষ যাত্রী সফর করেছেন অভ্যন্তরীণ িবমানে। এমনই তথ্য প্রকাশ্যে এসেছে এক উচ্চ পদস্থ সরকারি আধিকারিক।

চলছে অভ্যন্তরীণ বিমান

চলছে অভ্যন্তরীণ বিমান

করোনা আবহের মধ্যেই শুরু হয়ে গিয়েছে অভ্যন্তরীণ বিমান পরিষেবা। সীমিত সংখ্যক বিমানই চলছে। এই পরিস্থিতিতে একাধিক করোনা সুরক্ষা বিধি মেনেই চলছে বিমান। অনলাইনে টিকিট কাটা থেকে শুরু করে বোর্ডিং পাস সংগ্রহ সব ক্ষেত্রেই সরক্ষা বিধি মেনে কাজ করতে হচ্ছে যাত্রীদের। যাত্রী সংখ্যাও নিয়ন্ত্রিত করা হয়েছে বিমানে।

২০ লাখ যাত্রীর সফর

২০ লাখ যাত্রীর সফর

গত এক মাসে করোনা পরিস্থিতির মধ্যেও এক রাজ্য থেকে আরেক রাজ্য এবং এক শহর থেকে আরেক শহরে বিমানে ২০ লাখ যাত্রী সফর করেছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের যুগ্ম সচিব ঊষা পধি জানিয়েছেন ২৪ জুন পর্যন্ত প্রায় ১০ লাখ ৮০ হাজার যাত্রী সফর করেছে অভ্যন্তরীণ বিমানে।

দিনে ৭০০ বিমান চলছে

দিনে ৭০০ বিমান চলছে

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব জানিয়েছেন দিেন ৭০০ বিমান চলছে দেশে। যাত্রী সংখ্যার চাপ বাড়তে শুরু করায় আরও বিমান চালানোর শুরু করার কথা ভাবছে মন্ত্রক। তবে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে প্রত্যেকটি বিমানেই এমনই জানানো হয়েছে। এক একটি বিমানে ৩৩ শতাংশ যাত্রী সফর করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক উড়ানে অনিশ্চয়তা

আন্তর্জাতিক উড়ানে অনিশ্চয়তা

এদিকে আন্তর্জাকিত বিমান পরিবহণ কবে থেকে শুরু হবে তা নিয়ে সুনির্দিষ্ট কোনও ইঙ্গিত দেয়নি অসামরিক িবমান পরিবহণ মন্ত্রক। জানানো হয়েছে অন্যান্য দেশের সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে আন্তর্জাতিক বিমান পরিবহণ তবে বন্দে ভারত মিশন চালু থাকবে বলে জানানো হয়েছে।

জরুরি অবস্থা নিয়ে 'অন্য সুর'! জল্পনা বাড়ালেন অপর রাহুল ঘনিষ্ঠ প্রভাবশালী কংগ্রেস নেতারজরুরি অবস্থা নিয়ে 'অন্য সুর'! জল্পনা বাড়ালেন অপর রাহুল ঘনিষ্ঠ প্রভাবশালী কংগ্রেস নেতার

English summary
In coronavirus situation almost 20 Lakh people travell in domastic flight within one month,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X