For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার দ্বিতীয় ওয়েভের মাঝে মোদীকে টিকাকরণ নিয়ে একগুচ্ছ সুপারিশ আইএমএর

করোনার দ্বিতীয় ওয়েভের মাঝে মোদীকে টিকাকরণ নিয়ে একগুচ্ছ সুপারিশ আইএমএর

Google Oneindia Bengali News

দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে চলছে টিকাকরণও। তবে তা অগ্রাধিকার ভিত্তিতে। মঙ্গলবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে পরামর্শ দেওয়া হয়েছে যে ১৮ বছরের ঊর্ধ্বে সকলের জন্য টিকাকরণ উন্মুক্ত করে দেওয়া উচিত।

১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকদের টিকাকরণ

১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকদের টিকাকরণ

আইএমএ চিঠিতে এও বলেছে যে, '‌বর্তমানে আমরা ৪৫ বছরের ঊর্ধ্বে থাকা জনসংখ্যাকে টিকাকরণ করাচ্ছি। তবে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের দ্রুত সংক্রমণ দেখে আমরা সুপারিশ করব যে আমাদের টিকাকরণের কৌশলটিতে তৎক্ষণাত বদল আনা উচিত। কোভিড টিকাকরণ কর্মসূচিতে এই উপদেশগুলি মেনে চলার অনুরোধ করব। ১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকদের টিকাকরণ করা প্রয়োজন।'‌

ফ্যামিলি ক্লিনিকে টিকাকরণ

ফ্যামিলি ক্লিনিকে টিকাকরণ

আইএমএ প্রধানমন্ত্রী মোদীকে আরও অনুরোধ করেছে যে বেসরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ফ্যামিলি ক্লিনিকেও সক্রিয়ভাবে টিকাকরণ কর্মসূচি শুরু করা হোক। সমস্ত চিকিৎসক ও পারিবারিক চিকিৎসকরা যখন টিকা নেবেন তখন এই কর্মসূচিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

 কিছুদিনের জন্য লকডাউন

কিছুদিনের জন্য লকডাউন

আইএমএ এও জানায় যে সার্বজনীন জায়গায় প্রবে ও গণ বন্টন পদ্ধতিতে পণ্য গ্রহণের জন্য টিকাকরণ শংসাপত্র বাধ্যতামূলক করা হোক। আইএমএ এও জানিয়েছে যে যেহেতু এই রোগের তীব্র প্রসার ঘটছে, অবিলম্বে সংক্রমণের চেইন ভাঙ্গার ব্যবস্থা হিসাবে, সিনেমা, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলার মতো সমস্ত অপ্রয়োজনীয় ক্ষেত্রগুলিতেও একটি সীমিত সময় পর্যন্ত লকডাউন কার্যকর করা উচিত।

কি কি মেনে চলতে হবে

কি কি মেনে চলতে হবে

আইএমএ আরও জানায়, '‌কোভিড বিধির যথাযথ পালন না করা, হাসপাতালে বেডের ঘাটতি এবং অক্সিজেনের উপলব্ধতা না থাকার বিষয়গুলি কখনই মেনে নেওযা হবে না। এছাড়াও স্বাস্থ্য কর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের নৈতিক সমর্থন ও তাঁদের উৎসাহিত করা, পিপিই কিট প্রদান নিশ্চিত করা এবং প্রমাণ-ভিত্তিক চিকিৎসার নিয়মগুলি মেনে চলা এই মুহূর্তে খুব জরুরি।'‌ প্রসঙ্গত সোমবারই দেশে দৈনিক করোনা সংক্রমণ এক লক্ষের ওপর গিয়েছে। যা বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারের কাছে।

বাংলায় তৃতীয় দফার ভোট চলাকালীন ৮ রিটার্নিং অফিসার অপসারিত, কড়া কমিশনবাংলায় তৃতীয় দফার ভোট চলাকালীন ৮ রিটার্নিং অফিসার অপসারিত, কড়া কমিশন

English summary
ima urges pm modi to start vaccination for all above 18 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X