For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর্ন ছবি হলেও তা করমুক্ত করত কংগ্রেস সরকার, ‌‘‌ছপক’‌ নিয়ে কটাক্ষ বিজেপি নেতার

পর্ন ছবি হলেও তা করমুক্ত করত কংগ্রেস সরকার, ‌‘‌ছপক’‌ নিয়ে কটাক্ষ বিজেপি নেতার

Google Oneindia Bengali News

কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশে করমুক্ত দীপিকা পাড়ুকোনের 'ছপাক’। আর তা নিয়েই রাজ্য সরকারের সমালোচনা করেছেন বিজেপি নেতা গোপাল ভার্গভ। তিনি জানিয়েছেন, ছবিটি মুক্তি পাওয়ার আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পর্ন ছবি হলেও তা করমুক্ত করত কংগ্রেস সরকার, ‌‘‌ছপক’‌ নিয়ে কটাক্ষ বিজেপি নেতার


বিজেপি নেতা আরও জানান যে যদি এই ছবিটি '‌পর্ন’‌ সংক্রান্ত হতো, তাও কংগ্রেস সরকার একই স্বস্তি দিত। প্রসঙ্গত, '‌ছপক’‌ ছবিটি অ্যাসিড আক্রান্তের জীবনী নিয়ে তৈরি হয়েছে, যার মুক্য ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবারই '‌ছপক’‌ মুক্তি পাওয়ার আগেই মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে এই ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হয়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ টুইটারে ঘোষণা করেন যে এই ছবিটি সমাজে অ্যাসিড আক্রান্তদের জন্য ইতিবাচক বার্তা দেয়। যদিও এই পদক্ষেপ বিজেপি খুব একটা ভালো নজরে দেখেনি। ভার্গব বলেন, '‌এমনকি ছবিটি মুক্তিও পায়নি এবং তার আগেই এটিকে করমুক্ত করা হয়েছে। এটি স্টান্ট বা অ্যাকশন বা যে কোনও কিছু হতে পারত, যদি পর্ন হত তারপরেও তারা এটি করত।’‌

বিজেপি নেতার এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে কংগ্রেস। রাজ্যের কংগ্রেসের জনসংযোগ বিভাগের চেয়ারপার্সন শোভা ওজা জানিয়েছেন যে বিজেপি নেতা মহিলাদের জন্য ক্ষতিকর। তিনি বলেন, '‌একদিকে মুখ্যমন্ত্রী কমল নাথ এই ছবিকে সমাজকে ইতিবাচক বার্তা দেওয়ার জন্য করমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন, অন্যদিকে ভার্গব এমন মন্তব্য করছেন যা মহিলাদের প্রতি অশ্রদ্ধা এবং অত্যন্ত অবমাননাকর। তাঁর এই চিন্তা গোটা বিজেপির মনোভাবকে প্রকাশ্যে এনে দিয়েছে’‌।

জলপাইগুড়িতে স্কুলশিক্ষকদের বিরুদ্ধে অভিনব বিক্ষোভে গৃহশিক্ষকেরাজলপাইগুড়িতে স্কুলশিক্ষকদের বিরুদ্ধে অভিনব বিক্ষোভে গৃহশিক্ষকেরা

English summary
The film, based on the life of an acid attack survivor- played by actor Deepika Padukone - was declared tax-free in the Congress-ruled Madhya Pradesh and Chhattisgarh on Thursday, a day before its release.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X