For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে রক্ষণাবেক্ষণ না হওয়া ট্যাঙ্কই গ্যাস ছড়িয়ে মানুষ মারল বিশাখাপত্তনমে

লকডাউনে রক্ষণাবেক্ষণ না হওয়া ট্যাঙ্কই গ্যাস ছড়িয়ে মানুষ মারল বিশাখাপত্তনমে

  • |
Google Oneindia Bengali News

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রাসায়নিক প্লান্টে গ্যাস লিক করে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন কয়েকশো মানুষ। এবং এর প্রভাব পড়েছে কয়েক হাজার মানুষের ওপরে। প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে এই গ্যাস লিকের ফলে মানুষ বিপদে পড়েছেন। যে ট্যাঙ্ক থেকে গ্যাস লিক হয়েছিল, গত মার্চ মাস থেকে সেটি দেখাশোনা হয়নি বলে জানা গিয়েছে। লকডাউনের ফলে এই সমস্যা হয়েছিল বলে খবর। এবং যার ফলে এদিন সকালের দিকে পরিস্থিতি হাতের বাইরে গিয়ে গ্যাস লিক করে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে।

লকডাউনে রক্ষণাবেক্ষণ না হওয়া ট্যাঙ্কই গ্যাস ছড়িয়ে মানুষ মারল বিশাখাপত্তনমে

প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে যে ট্যাঙ্কগুলির ভালভ কন্ট্রোল ঠিকমতো দেখাশোনা করতে না পারার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। রাত আড়াইটের পর থেকে গ্যাস লিক হওয়া শুরু হয়। এবং ভোরবেলার মধ্যেই ওই এলাকায় কয়েকশো মানুষ অসুস্থ হয়ে পড়েন। এবং বেশ কয়েকজন মারা যান। অনেকে সংজ্ঞাহীন হন।

লকডাউনে রক্ষণাবেক্ষণ না হওয়া ট্যাঙ্কই গ্যাস ছড়িয়ে মানুষ মারল বিশাখাপত্তনমে

এই ঘটনায় বেশ কয়েকজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আড়াইশো বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। যে ১১ জন মারা গিয়েছেন তার মধ্যে একটি ছয় বছরের শিশু এবং একজন ৭৩ বছরের বৃদ্ধ রয়েছেন।

লকডাউনে রক্ষণাবেক্ষণ না হওয়া ট্যাঙ্কই গ্যাস ছড়িয়ে মানুষ মারল বিশাখাপত্তনমে

যখন গ্যাস লিক করে সেই সময় ২ হাজার জন মানুষ প্ল্যান্টের ভিতরেই ছিলেন। এই প্ল্যান্টের বাইরে প্রায় কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। এছাড়াও আশেপাশের এলাকার পোষ্য, গাছপালা এবং গবাদি পশুর ওপর এর প্রভাব পড়েছে।

গ্যাস লিক থেকে ক্ষতিপূরণ, বিশাখাপত্তনমে সারাদিন কী কী ঘটলগ্যাস লিক থেকে ক্ষতিপূরণ, বিশাখাপত্তনমে সারাদিন কী কী ঘটল

English summary
How unattended tanks since March caused huge damage for Gas leak in Vizag
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X