For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব শিবসেনা, হিন্দুত্ব ট্যাগ নিয়ে রেষারেষি ঠাকরে ভাইদের মধ্যে!

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট গড়ে সরকার গড়ার পর থেকেই পূর্বতন অনেক মতাদর্শ থেকে সরে আসতে বাধ্যে হয়েছে শিবসেনা। যেমন এককালে সিএএ সমর্থন করলেও এখন এর বিরুদ্ধে সুর চড়িয়েছে দল। লোকসভায় সিএএ-র পক্ষে ভোট দিয়েও শরিকদের চাপের মুখে রাজ্যসভায় ভোট দেওয়া থেকে বিরত ছিল সঞ্জয় রাউতরা। তবে এবার অনুপ্রবেশকারী প্রসঙ্গে জোট সঙ্গীদের থেকে দূরে গিয়ে নিজেদের পুরোনো মতাদর্শে ফিরে যাওয়াই স্থির করল শিব সেনা।

দেশে মুসলিম অনুপ্রবেশকারীদের কোনও জায়গা নেই

দেশে মুসলিম অনুপ্রবেশকারীদের কোনও জায়গা নেই

নাগরিকত্ব আইন নিয়ে শুরু থেকেই সেভাবে নিজের অবস্থান স্পষ্ট করেনি শিবসেনা। তবে দেশে যে মুসলিম অনুপ্রবেশকারীদের কোনও জায়গা নেই, তা এবার স্পষ্ট করে দিল শিবসেনা। সেনার মুখপত্র সামনায় বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশের মুসলিমদের দেশ থেকে ছুড়ে ফেলা উচিত। এবিষয়ে কোনও সন্দেহ নেই। এই বিষয়ে সামনার আজকের সংখ্যায় লেখা, পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানদের দেশের বাইরে ছুড়ে ফেলা উচিত। এতে কোনও সন্দেহ নেই।

রাজ ঠাকরেকে কটাক্ষ

রাজ ঠাকরেকে কটাক্ষ

নাগরিকত্ব নিয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের অবস্থান বদলকে কটাক্ষ করা হয় সামনাতে। বলা হয়, গতকাল এমএনএস বলে তারা নাগরিকত্ব আইনকে সমর্থন করছে। অথচ মাসখানেক আগে, তারা এই আইনের বিরুদ্ধে ছিল। রাজ ঠাকরের দলকে কটাক্ষ করে সামনায় লেখা হয়, একটি দলকে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতাড়িত করা বিষয়টি সমর্থন করার জন্যে নিজের পতাকার রং বদল করতে হয়। এটা সত্যিই খুবই মজার। শিবসেনা কখনও তার পতাকা বদলাচ্ছে না। এটি সর্বদা একই থাকবে। শিবসেনা সর্বদা হিন্দুত্বের পক্ষে লড়াই করেছে।

কেন্দ্রের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন রাজ

কেন্দ্রের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন রাজ

প্রসঙ্গত, শুক্রবার মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফে দলের প্রধান রাজ ঠাকরে জানান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াতে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত। এমএনএস প্রধান বলেন, 'সিএএ নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে আমার প্রশ্ন, যারা বেআইনি ভাবে এসে ভারতে বসবাস করছে তাদের কেন আশ্রয় দেবে ভারত? আমি বহুনিদ ধরেই বলছি যে দেশ থেকে বেআইনি পাকিস্তানী ও বাংলাদেশীদের দেশ থেকে বিতাড়িত করা হোক।'

গেরুয়া ভোটব্যাঙ্ক দখলের রাজনীতি

গেরুয়া ভোটব্যাঙ্ক দখলের রাজনীতি

এর আগে বৃহস্পতিবারই উন্মোচন করা হয় এমএনএস-এর নতুন গেরুয়া পতাকা। নতুন উন্মোচিত পতাকাতে লেখা রয়েছে শিবাজির মন্ত্র। তাতে লেখা, 'শাহাজির পুত্র শিবাজি (মহারাজ) এর এই মুদ্রার গৌরব প্রথম দিনের চাঁদের মতো বাড়তে থাকবে। এই মুদ্রাটিকে সারা বিশ্বে পুজো করা হবে। এবং এটি কেবলমাত্র মানব কল্যাণের স্বার্থেই আলোকিত হবে।' বিজেপির হাত ছেড়ে কংগ্রেসের হাত ধরা শিবসেনার জায়গায় নতুন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল হিসাবে নিজেদের তুলে ধরতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বিজেপির সঙ্গে এমএনএস-এর জোট বাধার জল্পনা শুরু হতেই এই সম্ভাবনার কথা বলেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

হিন্দুত্ববাদ থেকে সরছে না শিবসেনা

হিন্দুত্ববাদ থেকে সরছে না শিবসেনা

নতুন করে শিবসেনার হিন্দুত্ব নীতির জেগে উঠেছে। কংগ্রেস এনসিপির সঙ্গে জোট গড়ার পর শিবসেনার হিন্দুত্ববাদ নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্ন ওঠার পরেই সেই স্থান নিতে উঠে পড়ে লাগে এমএনএস। তবে নিজেদের পুরোনো হিন্দুত্ব ট্যাগ ফিরে পেতে মরিয়া উদ্ধবরা। তাই আজ উদ্ধবের অযোধ্যা সফরে যাওয়ার কথা ঘোষণা করে সঞ্জয় রাউত জানান আগামী ৭ মার্চ অযোধ্যা সফরে যাবেন শিবসেনা সুপ্রিমো। আর এরপরেই সাফ বার্তা, হিন্দুত্ববাদ থেকে সরছে না শিবসেনা।

English summary
hindutva fight between shiv sena and raj thackeray's mns amid infiltrator row
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X