For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বারবার গান্ধীজী নিয়ে কু-কথা, গ্রেফতার ধর্মীয় চরমপন্থী নেতা

বারবার গান্ধীজী নিয়ে কু-কথা , গ্রেফতার ধর্মীয় চরমপন্থী নেতা

Google Oneindia Bengali News

জাতির জনক গান্ধীজিকে কুকথা বলে ফের বিপাকে পড়লেন কালীচরণ মহারাজ। তিনি ধর্মীয় চরমপন্থী নেতা।
তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

বারবার গান্ধীজী নিয়ে কু-কথা, গ্রেফতার ধর্মীয় চরমপন্থী নেতা

ছত্তীসগঢ় থেকে কালীচরণ মহারাজকে গ্রেফতার করেছে পুলিশ। মহারাষ্ট্রের থানে সিটি পুলিশ থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই। তাকে গ্রেফতার করেছে পুলিশ। থানে পুলিশ জানিয়েছে, 'ধৃতের বিরুদ্ধে জাতির জনক মহাত্মা গান্ধী সম্পর্কে কু মন্তব্যের অভিযোগ রয়েছে। বুধবার গভীর রাতে ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুর থেকে অভিযুক্তকে আমরা গ্রেফতার করি। এর আগেও সেখানেও একই ধরনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেই মামলায় তিনি জেলেও গিয়েছিলেন। এবার আবারও একই কাজ করায় তাকে আমরা গ্রেফতার করলাম'ধৃত কালীচরণ মহারাজকে ট্রানজিট রিমান্ডে ছত্তীসগঢ় থেকে থানেতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পেশ করে পুলিশ। এমনটাই খবর সূত্রের।

সম্প্রতি ২৬ ডিসেম্বর, রায়পুরে এক অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেছিলেন কালীচরণ। সেই অপরাধে গ্রেফতার করেছিল রায়পুর পুলিশ। ১২ জানুয়ারি মহারাষ্ট্রের ওয়ার্ধায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। তারপর বুধবার গ্রেফতার করে পুলিশ। মহারাষ্ট্রের এনসিপি নেতা তথা রাজ্য সরকারের মন্ত্রী জিতেন্দ্র আওহাদের কালীচরণের বিরুদ্ধে এই অভিযোগের এনেছিলেন। তার ভিত্তিতেই রায়পুর থেকে অভিযুক্তকে আটক করা হয়। গত বছর ১৯ ডিসেম্বর 'শিব প্রতাপ দিন' অনুষ্ঠানে বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন কালীচরণ। এর জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ১৬৫৯ সালে ছত্রপতি শিবাজী মহারাজের হাতে আফজল খানে মৃত্যু উদযাপন করতেও ওই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানে গান্ধিজীকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেন। গ্রেফতার হন। এবার ফের। বারবার এমন করে গ্রেফতার হয়ে তাঁর কী লাভ হচ্ছে তা পুলিশ বুঝে উঠতে পারেনি।

English summary
Hindu religious leader Kalicharan Maharaj arrested for making derogatory remarks against Mahatma Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X