For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

TRS MLA Poach মামলাতে বড়সড় স্বস্তি KCR সরকারের! বড় নির্দেশ হাইকোর্টের

TRS MLA Poach মামলাতে বড়সড় স্বস্তি KCR সরকারের। তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশে বদল হল ACB special court -এর রায়। আর এই নির্দেশ সামনে আসার পরেই কার্যত স্বস্তি সে রাজ্য সরকারের। বিধায়ক কেনাবেচা মামলাতে কার্যত উত্তপ্ত তেলেঙ

  • |
Google Oneindia Bengali News

TRS MLA Poach মামলাতে বড়সড় স্বস্তি KCR সরকারের। তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশে বদল হল ACB special court -এর রায়। আর এই নির্দেশ সামনে আসার পরেই কার্যত স্বস্তি সে রাজ্য সরকারের। বিধায়ক কেনাবেচা মামলাতে কার্যত উত্তপ্ত তেলেঙ্গানা।

TRS MLA Poach মামলাতে বড়সড় স্বস্তি KCR সরকারের!

আর এই অবস্থায় আজ তেলেঙ্গানা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। আর সেই মামলার শুনানিতে টিআরএসের চার বিধায়ককে দলবদলের প্রস্তাব দেওয়া তিন বিধায়ককে আত্মসমর্পনের নির্দেশ দেওয়া হয়েছে। তিন অভিযুক্ত হলেন রামচন্দ্র ভারতী, নন্দ কুমার এবং সিমহায়াজি স্বামী।

আগামী ২৪ ঘন্টার মধ্যেই সারন্ডার তাঁদের করতে হবে বলে স্পষ্ট নির্দেশে জানিয়ে দিয়েছে তেলেঙ্গানা হাইকোর্ট। সাইবরাবাদ পুলিশ কমিশনারের অফিসে গিয়ে তাঁদের আত্মসমর্পনের নির্দেশ হাইকোর্ট দিয়েছে বলেও জানা যাচ্ছে। এর আগে ACB special court অভিযুক্তদের রিমান্ডে নেওয়ার আবেদন খারিজ করে দিয়েছিল।

কিন্ত্য ACB special court -এর রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়। সেই মামলার শুনানিতে নিম্ন আদালতের নির্দেশকে খারিজ করে দেয়। শুধু তাই নয়, তিন অভিযুক্তকে গ্রেফতার করে ACB special court -এ পেশ করার নির্দেশ দেয় হাইকোর্ট। বলে রাখা প্রয়োজন, এসিবি আদালতের বিচারক ঘুষের অর্থ জড়িত থাকার কোনও প্রমাণ পাননি নাকি।

এমনকি এই বিষয়ে জেরা করতে পারে বলে জানায় নিম্ন আদালত। তবে হাইকোর্টের নির্দেশে সমস্ত নির্দেশ নিম্ন আদালতের খারিজ হয়ে যায়। বলে রাখা প্রয়োজন, সামনেই তেলঙ্গানার মুনুগোড়ে উপ নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আর এর মধ্যেই টিআরএসের চার বিধায়ক বিস্ফোরক অভিযোগ করেন।

তাঁরা বলেন, বিজেপির তিন ব্যক্তি তাদের ১০০ কোটি টাকার অফার দিয়েছে। আর এর বদলে দলবদলের কথাও বলা হয়েছে বলে অভিযোগ করেন ওই তিন বিধায়ক। আর এরপরেই নয়া মাত্রা যোগ হয়। যদিও বিজেপির তরফে এমন কোনও প্রস্তাব দেওয়া হয়নি বলেই দাবি করা হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানানো হয়।

আর এর মধ্যে একটি এলাকাতে হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। টিআরএস বিধায়কদের দাবি, মোটা অঙ্কের বিনিময়ে একাধিক প্রলোভন দিয়েছিল এরাই। যদিও এর মধ্যেই আইনি জটিলতা তৈরি হয়। বিষয়টি নিয়ে হাইকোর্ট পর্যন্ত জল গড়ায়। আজ শনিবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে এই নির্দেশ আদালতের।

Bank Holidays: নভেম্বরের শুরুতেই বন্ধ থাকছে ব্যাঙ্ক! এক নজরে গোটা মাসের ছুটির তালিকা Bank Holidays: নভেম্বরের শুরুতেই বন্ধ থাকছে ব্যাঙ্ক! এক নজরে গোটা মাসের ছুটির তালিকা

English summary
High court order in the favour of Telangana government in MLA poaching case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X