For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুলবশত বাছুর হত্যার দায়ে এই নিদান দেওয়া হল মহিলাকে

একটি বাছুরকে মেরে ফেলার জ্য মহিলাকে ভিক্ষা করার নিদান দিল গ্রাম পঞ্চায়েত।

  • |
Google Oneindia Bengali News

একটি বাছুরকে মেরে ফেলার দায়ে মহিলাকে ভিক্ষা করার নিদান দিল গ্রাম পঞ্চায়েত। ঘটনা ভোপালের ভিন্দ এলাকার। মহিলাকে বলা হয়েছে, এক সপ্তাহ ভিক্ষা করে যে টাকা সংগ্রহ হবে, তা দিয়ে গঙ্গাস্নানের রীতি পূর্ণ করার অনুষ্ঠান করতে হবে। তবেই তাঁর বাছুরকে মেরে ফেলার জন্য় যে 'পাপ' জন্ম নিয়েছিল তা কমে যাবে।

ভুলবশত বাছুর হত্যার দায়ে এই নিদান দেওয়া হল মহিলাকে

এদিকে,মহিলা জানিয়েছেন যে বাছুরটিকে তিনি ইচ্ছে করে মারতে চাননি, বরং আচমকা বাছুরের গলার দড়ি ধরে টানতে গিয়ে তার মৃত্যুর হয়েছে। তবে পঞ্চায়েত এই যুক্তি শুনতে রাজি হননি। এদিকে, যে ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। সেখানের কাউন্সিলার ঘটনার বিরেধিতা করে এটি বন্ধ করার চেষ্টা করেন বলে জানান কিন্তু তাঁর কথা নাকি কেউ মানতে চাননি। এমনই দাবি কাউন্সিলার মুকেশ গর্গের।

এদিকে, প্রশাসনের কর্তাদের এ নিয়ে প্রশ্ন করা হলে, তাঁরা একে অপরের দিকে ঘটনার দায় ঠেলে দিচ্ছেন। পুলিশ জানিয়েছে , ঘটনার কোনও অভিযোগ না পাওয়ায় তাঁরা ব্যবস্থা নিতে পারছে না।

English summary
When news of the calf’s death spread, the panchayat of Nai community met around 10 am and announced the punishment. Municipal councillor Mukesh Garg, in whose ward the woman and her family reside, told The Sunday Express that he opposed the punishment but no one listened to him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X