For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিবেশীদের আপত্তিতে মুসলিম ব্যক্তিকে ফ্ল্যাট বিক্রি করতে নারাজ গুজরাটি হিন্দু

প্রতিবেশীদের আপত্তিতে মুসলিম ব্যক্তিকে ফ্ল্যাট বিক্রি করতে নারাজ গুজরাটি হিন্দু

  • |
Google Oneindia Bengali News

সারা দেশ জুড়ে বেড়ে চলা ধর্মীয় মেরুকরণের রেশ এসে পড়লো এবার ঘরের অন্দরেও। এবার প্রতিবেশীদের আপত্তিতে গুজরাটের ভাদোদরার একটি অভিজাত এলাকায় এক মুসলিম ব্যাক্তিকে ফ্ল্যাট বিক্রি করতে পারলেন না এক গুজরাটি হিন্দু ব্যক্তি।

প্রতিবেশীদের আপত্তিতে মুসলিম ব্যক্তিকে ফ্ল্যাট বিক্রি করতে নারাজ গুজরাটি হিন্দু


ভাদোদরার ভাসনা রোড এলাকার সমর্পণ সোসাইটির বাসিন্দা মহেশ পলানী জানান তিনি ইতিমধ্যেই তার ফ্ল্যাটটি এক ব্যক্তিকে বিক্রি করার সিদ্ধান্ত নেন। সেই মতো একজন ক্রেতাও পান তিনি। কিন্তু ঘটনাচক্রে ওই ক্রেতা মুসলিম। ইতিমধ্যে ফ্ল্যাট হস্তান্তরের সমস্ত কাজকর্মের পর শুধু ওই ব্যক্তির পুলিশি যাচাই পর্ব বাকি ছিল বলে জানান মহেশ। আবাসনের অন্যান্য বাসিন্দা আপত্তি তোলায় তিনি বর্তামানে তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

এই প্রসঙ্গে মহেশ পলানী জানান, “ এই বিষয়ে রবিবার সমর্পণ সোসাইটির বাকি সদস্যদের সঙ্গে একটি বৈঠক হয়। ওই বৈঠকে বেশিরভাগই সদস্যই কোনও মুসলমানকে ফ্ল্যাট বিক্রির বিষয়ে আপত্তি তোলেন। আমি তার পরই ওই ব্যক্তির কাছে ফ্ল্যাট হস্তান্তরের জন্য পুলিশি ভেরিফিকেশনের আবেদন বাতিলের সিদ্ধান্ত নেই।” কোনও মুসলমানকে ফ্ল্যাট বিক্রি করলে "এই অঞ্চলে রিয়েল এস্টেটের মূল্য অনেকটাই হ্রাস পাবে" বলেও ওই বৈঠকে জানান আবাসনের একাধিক সদস্য।

সমর্পণ সোসাইটির সাধারণ সম্পাদক বিক্রমজিৎ সিং এই প্রসঙ্গে বলেন, "ফ্ল্যাটের মালিক সোসাইটির বাকি সদস্যদের, বিশেষত আশেপাশের প্রতিবেশীদের সম্মতি বা নো অবজেকশন সার্টিফিকেট ছাড়াই তার সম্পত্তি একজন মুসলমানের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা জানার পরই আমরা একটি বৈঠক ডেকেছিলাম যেখানে আমরা ওই ফ্ল্যাটের মালিককে তার সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য করি।"

অন্যদিকে ভাদোদরার জেপি রোড থানার সাব ইন্সপেক্টর এসএএস জাসানী এই প্রসঙ্গে বলেন, “"বিক্রেতা এবং ক্রেতা সম্মতির পরেই এই ফ্ল্যাট বিক্রির চুক্তিটি হয়েছিল। বর্তমানে তারা পুলিশকে তাদের অভিযোগ জানিয়েছেন। এই বক্তব্যের ভিত্তিতেই আমরা জেলা প্রশাসনের কাছে আমাদের মতামত দেব।”

English summary
Neighbors barred from selling flats to Muslim people in Vadodara, Gujarat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X