For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নভেম্বরের শুরুতে দিন ঘোষণা! দুই দফায় গুজরাতে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা

নভেম্বরের ২ তারিখে গুজরাতের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হতে পারে

Google Oneindia Bengali News

ভারতের জাতীয় নির্বাচন কমিশন আগামী ২ নভেম্বর গুজরাত নির্বাচনের দিন ঠিক করবেন বলে অনুমান করা হচ্ছে। দুটি পর্যায়ে গুজরাতের বিধানসভা নির্বাচন হওয়ার প্রবল সম্ভাবনা হয়েছে। যদিও রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে গুজরাতে জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন।

দুই দফায় ভোটের সম্ভাবনা গুজরাটে

দুই দফায় ভোটের সম্ভাবনা গুজরাটে

অনুমান করা হচ্ছে আগামী ১ বা ২ তারিখে গুজরাতের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে দেশের জাতীয় নির্বাচন কমিশন। দুই দফায় গুজরাতের বিধানসভা নির্বাচনের প্রবল সম্ভাবনা। প্রথমম পর্যায়ে ভোট ৩০ নভেম্বর বা ১ ডিসেম্বর হবে। দ্বিতীয় বা শেষ দফার ভোট ৪ বা ৫ ডিসেম্বর হবে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে হিমাচল প্রদেশের নির্বাচনের দিন ঘোষণা করেছে। হিমাচলে এক দফায় নির্বাচন হবে। ১২ নভেম্বর হিমাচলে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। ৮ ডিসেম্বর ভোট গণনা হবে। ২৫ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল। একই দিনে গুজরাতের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করার সম্ভাবনা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, নভেম্বর প্রবল ঠান্ডায় হিমাচল প্রদেশের নির্বাচনের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হচ্ছে। সেই কারণে গুজরাতের ভোটের নির্ঘণ্ট পরে প্রকাশ করা হবে।

 রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকা ঘোষণা

রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকা ঘোষণা

গুজরাত নির্বাচনে আম আদমি পার্টি ইতিমধ্যে তাদের সপ্তম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আপ ইতিমধ্যে ৮৬টি আসনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে এখনও গুজরাতে ক্ষমতাসীন বিজেপি ও বিধানসভায় প্রধান বিরোধী দল কংগ্রেস কোনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি। আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন পাঁচটি আসনে প্রার্থী দিয়েছে। তার তালিকা প্রকাশ করেছে। দানিলিমদা(এসসি), জামালপুর খাদিয়া, সুরাট-পূর্ব, বাপুনগর এবং লিম্বায়াত আসন আসাদউদ্দিন ওয়াইসি প্রার্থী দিয়েছে।

জোর প্রচার বিজেপির

জোর প্রচার বিজেপির

গুজরাতে নির্বাচনের দিন স্থির না হলেও রাজনৈতিক দলগুলো জোর কদমে প্রচার শুরু করেছে। বিজেপির তরফে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কয়েকটি জলসভা করেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গুজরাত বিধানসভাকে সামনে রেখে বেশ কয়েকটি সভা করেছেন। দলের কর্মী ও নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। গুজরাতে বিজেপির অভ্যন্তরে দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছিল। এই বিষয়ে দলের বিদ্রোহী নেতাদের সঙ্গে বিজেপির কেন্দ্র ও রাজ্যের শীর্ষস্থানীয় নেতারা বৈঠক করেন।

আক্রমণাত্মক প্রচার আপের

আক্রমণাত্মক প্রচার আপের

গুজরাত নির্বাচনকে সমানে রেখে আক্রমণাত্মক প্রচার চালাচ্ছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যে তিনি ক্ষমতায় আসার পর রাজ্যের মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি গুজরাতের মানুষের কাছ থেকে জানতে চেয়েছে, দলের অভ্যন্তরে কাকে মুখ্যমন্ত্রীর মুখ করা হবে। জনগণের রায় জানতে আপের তরফে একটি ইমেল আইডি ও ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। ৩ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত এই জনগণের রায় নেওয়া হবে। ৪ তারিখে আপ মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবে।

English summary
Gujarat election 2022 date may be scheduled likely to be declared November 2
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X