For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ গুজরাত উপনির্বাচনের ফলাফল: মোদীগড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি-কংগ্রেস

মহারাষ্ট্র ও হরিয়ানার সঙ্গে এদিন গোটা দেশের মোট ৫৩ টি আসনে আজ উপনির্বাচনের ফলাফল ঘোষণার পালা। দেশের মোট ১৮ টি রাজ্যের ৫৩ টি কেন্দ্রের ভোট গ্রহণ হয়েছে গত ২১ অক্টোবর। আর তার গণনা এদিন ২৪ অক্টোবর হয়।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্র ও হরিয়ানার সঙ্গে এদিন গোটা দেশের মোট ৫৩ টি আসনে আজ উপনির্বাচনের ফলাফল ঘোষণার পালা। দেশের মোট ১৮ টি রাজ্যের ৫৩ টি কেন্দ্রের ভোট গ্রহণ হয়েছে গত ২১ অক্টোবর। আর তার গণনা এদিন ২৪ অক্টোবর হয়। এদিন ভোট গণনা শুরু হতেই মোদী গড় গুজরাতের প্রাথমিক ট্রেন্ড খানিকটা রাজনৈতিক পারদ চড়িয়েছে!

২০১৯ গুজরাত উপনির্বাচনের ফলাফল: মোদীগড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি-কংগ্রেস

গুজরাতের বনসকণ্ঠা থারাড, পাতানের রাধানপুর, মেহসেনার খেরালু, আরাবল্লীর বায়াদ, আমেদাবাদের আমরাইওয়াড়িতে এদিন উপনির্বাচনের ফলাফল ঘোষিত হতে চলেছে। আর তার আগে , এদিনের প্রাথমিক ট্রেন্ডে মোদী-শাহের গড়ে কংগ্রেস ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। গুজরাতের ৬ টি আসনের মধ্যে ৩ টিতে কংগ্রেস ও ৩ টিতে বিজেপি জিতেছে।

বায়াদ কেন্দ্রে এদিন সকাল থেকেই এগিয়ে কংগ্রেস। এককালের কংগ্রেসের আঁতুর ঘর বায়াদে নিজের দূর্গ যে কংগ্রেস ধরে রেখেছে তা বলাই বাহুল্য। সেখানে অল্পেশ ঠাকুরের ঘনিষ্ঠ দাভাল সিং জালা বিজেপির টিকিটে দাঁড়িয়ে পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ২০১৯: রাত জেগে ইভিএম আগলে রইলেন একা নির্দল প্রার্থীমহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ২০১৯: রাত জেগে ইভিএম আগলে রইলেন একা নির্দল প্রার্থী

English summary
Gujarat assembly by poll result, Congress BJP in neck to neck fight.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X