For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকার আস্থা বা বর্ণের ওপর ভিত্তি করে বৈষম্য করে না: ‌নরেন্দ্র মোদী

Google Oneindia Bengali News

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া বার্তার মাধ্যমে অন্তর্ভুক্তি প্রসঙ্গে জানালেন যে তাঁর সরকার কোনও বিশ্বাস বা বর্ণের ভিত্তিতে বৈষম্য করে না। তিনি এদিন স্বাধীনতা সংগ্রামে মার থমা গির্জার ভূমিকারও প্রশংসা করেছিলেন।

কেন্দ্রকে সঠিক পথ দেখায় সংবিধান

কেন্দ্রকে সঠিক পথ দেখায় সংবিধান

রেভারেন্ড জোসেফ মার থমা মেট্রোপলিটানের ৯০তম জন্মবার্ষিকীতে নরেন্দ্র মোদী ভাষণ দেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেরলের চার্চে যোগ দেন। মোদী বলেন, ‘সরকার কখনই আস্থা, লিঙ্গ, বর্ণ, ধর্মবিশ্বাস বা ভাষার ওপর ভিত্তি করে বৈষম্য করে না।'‌ তিনি এর সঙ্গে এও জানান যে ‌কেন্দ্রের পথনির্দেশক আলো হল ভারতের সংবিধান।

মার থমা গির্জার প্রশংসা

মার থমা গির্জার প্রশংসা

নরেন্দ্র মোদী বলেন, ‘মার থমা গির্জা ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই গির্জাটি জাতীয় সংহতির দিকে কাজ করার ক্ষেত্রে অগ্রণী ছিল। জরুরি ক্ষেত্রেও এই গির্জাটি কাজ করে গিয়েছে।'‌ তিনি আরও বলেন, ‘‌এটা খুবই গর্বের বিষয় যে মার থমা গির্জা দৃঢ়ভাবে ভারতীয় মূল্যবোধগুলিতে বদ্ধমূল।'‌

করোনায় মৃত্যুর দিক দিয়ে ভারতের চেয়ে এগিয়ে অন্য দেশ

করোনায় মৃত্যুর দিক দিয়ে ভারতের চেয়ে এগিয়ে অন্য দেশ

এরপরই মোদী জানান যে ভারত সফলতার সঙ্গে কোভিড-১৯-এর সঙ্গে লড়াই করছে। তিনি বলেন, ‘‌কোভিড-১৯-এ সুস্থতার হার বাড়ছে ভারতে। কোভিড-১৯ বা অন্য কোনও কারণে মৃত্যু দুর্ভাগ্যজনক। যদিও ভারতের মৃত্যুর হার প্রত্যেক মিলিয়ন জনসংখ্যায় ১২-এর নীচে। অথচ ইতালিতে প্রত্যেক মিলিয়ন জনসংখ্যায় ৫৭৪ জন করে মানুষ মরছে।'‌ তিনি এও জানিয়েছেন যে আমেরিকা, স্পেন, ব্রিটেন ও ফ্রান্সে ভারতের চেয়ে বেশি মানুষ করোনায় মারা গিয়েছে।

স্বনির্ভর ভারত নিয়ে মোদীর মন্তব্য

স্বনির্ভর ভারত নিয়ে মোদীর মন্তব্য

প্রধানমন্ত্রী জানিয়েছেন যে ব্যবসা-বাণিজ্য শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সতর্কতা অবলম্বন অভ্যাসে পরিণত করে নিতে হবে। প্রভাবশালী গির্জার অনুষ্ঠানকে সম্বোধন করে প্রধানমন্ত্রী স্বনির্ভর ভারত সম্পর্কেও বলেন, ‘‌এটি প্রতিটি ভারতীয়দের জন্য সমৃদ্ধি বয়ে আনবে।'‌ মোদীর দাবি, ‘‌সরকারের লক্ষ্য রপ্তানি আয় বৃদ্ধি করা এবং ৫৫ লক্ষ লোককে আরও কর্মসংস্থান প্রদান করা।'

English summary
The constitution of India is the guiding principle of the central government, said Prime Minister Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X