For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুগলকে ১৩৩৭ কোটি টাকা জরিমানা কেন্দ্রের, ভারতের সিদ্ধান্তের পাল্টা ‘জবাব’

ভারতের অ্যানড্রয়েড মোবাইল ডিভাইস সংক্রান্ত ব্যবসায় প্রভাব খাটানোর অভিযোগে গুগলকে ১৩৩৭ কোটি টাকা জরিমানe করেছে কেন্দ্র। এদিন ভারতের কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পাল্টা জবাব দিয়েছে গুগল কর্তৃপক্ষ।

Google Oneindia Bengali News

ভারতের অ্যানড্রয়েড মোবাইল ডিভাইস সংক্রান্ত ব্যবসায় প্রভাব খাটানোর অভিযোগে গুগলকে ১৩৩৭ কোটি টাকা জরিমানe করেছে কেন্দ্র। এদিন ভারতের কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পাল্টা জবাব দিয়েছে গুগল কর্তৃপক্ষ। সার্চ ইঞ্জিন জায়ান্টা গুগল এই ঘটনাকে ভারতীয় গ্রাহক ও ব্যবসার জন্য একটি বিরাট ধাক্কা বলে অভিহিত করেছে।

গুগলকে ১৩৩৭ কোটি টাকা জরিমানা কেন্দ্রের, ভারতকে জবাব

ভারতের বাজারে প্রভাবশালী অবস্থান অপব্যবহার করার জন্য গুগলের বিরুদ্ধে কড়া অবস্থান নেয় ভারতের অ্যান্টি ট্রাস্ট ওয়াচডগ। ভারতের কম্পিটিশন কমিশন বা সিসিআই টুইট করে জানায়, অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস ইকোসিস্টেমের একাধিক বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহারের জন্য গুগলকে জরিমানা করেছে।

এরপর গুগল শুক্রবার জানিয়েছে যে, ভারতীয় অ্যান্টিট্রাস্ট ওয়াচডগের জরিমানা করার সিদ্ধান্ত পরবর্তী পদক্ষেপগুলি মূল্যায়ন করার সিদ্ধান্তটি পর্যালোচনা করবে। গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, অ্যানড্রয়েড প্রত্যেকের জন্য আরও পছন্দ তৈরি করেছে। ভারতে এবং সারা বিশ্বে হাজার হাজার সফল ব্যবসাকরে সমর্থন করছে। সিসিআইয়ের সিদ্ধান্ত ভারতীয় গ্রাহক ও ব্যবসার জন্য একটা বড় ধাক্কা। ভারতীয়দের জন্য নিরাপত্তা এর ফলে ঝুঁকিপূর্ণ হয়ে গেল। আমরা পরবর্তী পদক্ষেপগুলি মূল্যায়ন করার সিদ্ধান্তটি পর্যালোচনা করব।

গুগল অ্যান্ড্রয়েড ওএস বা অপারেটিং সিস্টেম পরিচালনা ও অন্যান্য মালিকানাধীন অ্যাপ্লিকেশন লাইসেন্স করে। মূল সরঞ্জাম প্রস্তুতকারক তাদের মোবাইল ডিভাইসে এই অপারেটিং সিস্টেম এবং গুগল অ্যাপ ব্যবহার করে। সেইমতো তাদের অধিকার এবং বাধ্যবাধকতাগুলি পরিচালনা করতে একাধিক চুক্তি নেওয়া হয়েছে। মোবাইল অ্যাপ্লিকেশন বিতরণ চুক্তি তার অন্যতম।

সিসিআই এদিন অক বিবৃতিতে বলেছেন, মোবাইল অ্যান্ড্রয়েড ডিভাইস অ্যাপ্লিকেশন বা এমএডিএ আশ্বস্ত করেছে যে সবথেকে বিশিষ্ট সার্চ এন্ট্রি পয়েন্টগুলি যেমন সার্চ অ্যাপ, উইজেট এবং ক্রোম ব্রাউজার অ্যান্ড্রয়েড ডিভাইসে আগে থেকে ইনস্টল করা আছে, য়া প্রতিযোগীদের তুলনায় গুগলের অনুসন্ধান পরিষেবাগুলিতে উল্লেখযোগ্য প্রতিযেগিতামূলক ব্যবস্থা প্রদান করেছে।
সিসিআই আরও জানিয়েছে, গুগল তার প্রতিযোগীদের তুলনায় উল্লেখযোগ্য প্রতিযোগিতামূলক অগ্রগতি পেয়েছে, যেমন অ্যান্ড্রয়েড ডিভাইসে তার আরেকটি আয় উপার্জনকারী অ্যাপ যেমন ইউটিউবের ক্ষেত্রে ব্যবহাক করা হয়। এই পরিষেবাগুলি দিতে প্রতিযোগীরা কখনই একই স্তরের বাজার অ্যাক্সেস পেতে পারে না, যা গুগল নিজের জন্য সুরক্ষিত করেছে বা এমবেড করেছে।

সিসিআই বলেছে, অ্যাপেল ইনকর্পোরেটেডের কাছ থেকে প্রতিযোগিতামূলক বাধার সম্মুখীন হওয়ার বিষয়ে গুগল বিতর্ক তৈরি করেছে। দুটি ব্যবসায়িক মডেলের পার্থক্য যা ব্যবসায়িক সিদ্ধান্তের অন্তর্নিহিত প্রণোদনাকে প্রভাবিত করে, তা হল অ্যাপলের ব্যবসা প্রাথমিকভাবে একটি স্মার্ট ডিভাইস ইকো সিস্টেমের উপর ভিত্তি করে রয়েছে।

English summary
Google are reacted after fined rupees 1337 crore by India due to influence android mobile device.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X