সত্তর তম প্রজাতন্ত্র দিবসে এখন মাতোয়ারা দেশবাসী। প্রভাত ফেরি থেকে শুরু করে পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালনে নেমে পড়েছে মানুষ। সবচেয়ে বেশি উৎসাহ যেন ছোটদের মধ্যে। বিজয়চকে প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানে উপচে পড়েছে ভিড়। তিলধারনের জায়গা পর্যন্ত নেই।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটাই শেষ প্রজাতন্ত্র দিবস। ফলে, এবারের প্রজাতন্ত্র দিবস পালনের এই অনুষ্ঠানকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আকাশে বায়ুসেনার প্রদর্শন প্রত্যক্ষ করছেন নরেন্দ্র মোদী ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট।
Jan 26, 2019 11:45 AM
প্রজাতন্ত্র দিবসে আকাশে বায়ু সেনার প্রদর্শন।
Jan 26, 2019 11:43 AM
প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রীর পাশে বিশেষ অতিথি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
Jan 26, 2019 11:30 AM
৯ জন-এর হিউম্যান পিরামিড, যার নেতৃত্বে সুবেদার মেজর রমেশ।
Jan 26, 2019 11:04 AM
#republicdayindia Tableau of Karnataka is based on the 39th session of the Indian National Congress held in Belagavi in 1924, which was presided over by Mahatma Gandhi pic.twitter.com/tWsztHczoY
আন্দামান নিকোবর, মহারাষ্ট্র ও সিকিমে-র ট্যাবলো দিল্লিতে চলা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে।
Jan 26, 2019 10:45 AM
First indigenously developed air defence system of India, the Akash weapons system; can carry out surveillance of airspace upto 150 kms and can effectively engage hostile aerial platforms upto 25 kms#republicdayindia#RepublicDay2019pic.twitter.com/G4M6gbJZ5Y
উচ্চ ক্ষমতাশীল টি-৯ ট্যাঙ্কের প্রদর্শন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে।
Jan 26, 2019 10:15 AM
Delhi: Lance Naik Nazir Ahmed Wani, who lost his life while killing 6 terrorists in an operation in Kashmir, awarded the Ashok Chakra. Award was received by his wife and mother #RepublicDay2019pic.twitter.com/3bjYdiwTLp
দিল্লিতে বিজেপি-র সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন সর্বভারতীয় সভাপতি অমিত শাহর।
Jan 26, 2019 8:58 AM
Delhi: #RepublicDay2019 parade will begin at Rajpath at 9.50 am, prior to which Prime Minister Narendra Modi will pay tribute at the Amar Jawan Jyoti pic.twitter.com/ByzZ4nwZTs
সকাল ৯টা ৫০ মিনিটে বিজয় চকে শুরু হবে প্রজাতন্ত্র দিবসের কুচকাআওয়াজ, ইতিমধ্যেই গ্যালারিতে জায়গা নিতে শুরু করেছেন দর্শকরা।
Jan 26, 2019 8:53 AM
আকাশের কয়েক হাজার ফিট উপরে বায়ু সেনার প্যারাট্রুপারদের অন্যন্য কীর্তি, রেকর্ড উচ্চতায় ডানা মেলল জাতীয় পতাকা।
Jan 26, 2019 8:48 AM
প্রজাতন্ত্র দিবসে সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন,নীল আলোয় এক অপরূপ মায়াবি পরিবেশ, ছবিটি তুলেছেন ডক্টর ইন্দ্রনীল সাহা।
Jan 26, 2019 8:47 AM
প্রজাতন্ত্র দিবসের আগে রাষ্ট্রপতির ঘোরসওয়ার বাহিনী, ছবিটি তুলেছেন ডক্টর ইন্দ্রনীল সাহা।
Jan 26, 2019 8:29 AM
Crowds gather for the #RepublicDay2019 parade at Rajpath in Delhi. President of South Africa Cyril Ramaphosa is the chief guest at the parade today. pic.twitter.com/dZCOKSXTiY
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তাজমহলের সামনে তিন রঙা সাজে এক মহিলার উচ্ছ্বাস।
Jan 26, 2019 8:25 AM
Chennai: Tamil Nadu Governor Banwarilal Purohit unfurls the national flag on #RepublicDay2019 . Chief Minister Edappadi K Palaniswami and Deputy CM O Panneerselvam also present. pic.twitter.com/zcnZQqhyY1
Maharashtra: More than 3500 students gathered to create large portraits of freedom fighters Bhagat Singh, Rajguru and Sukhdev on the eve of Republic Day in Pune. pic.twitter.com/RCYPUpcfrj
প্রজাতন্ত্র দিবসের আগের দিন ওয়াঘা সীমান্তের চেকপোস্টে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠান।
Jan 26, 2019 2:40 AM
Former President Sh Pranab Mukherjee will be conferred with the #BharatRatna on #RepublicDay2019 . He rejected mercy plea of 30 Terrorists & Convicts. Had honour to serve with him at Rashtrapati Bhawan. Heartiest Congratulations @CitiznMukherjee Sir🌺😊You deserved it 💪 pic.twitter.com/qCg0SUCLLJ
প্রজাতন্ত্র দিবসের আগে আকাশে রেকর্ড উচ্চতা থেকে ঝাঁপ দিলেন বায়ু সেনার ড্রাইভাররা এবং এত উঁচুতে ওড়ানো হল জাতীয় পতাকা।
Jan 26, 2019 2:29 AM
Indian Air Force is ready for #RepublicDay2019, our magnificent machines will be doing a display flypast over #Rajpath on 26 Jan 2019. The aircraft will fly from Rashtrapati Bhawan towards India Gate from 1130-1200 hrs. Look up & spot the aircraft. Jai Hind!!! pic.twitter.com/31lNUegIGP
বায়ু সেনার রুদ্র হেলিকপ্টার আজ এভাবেই বিজয় চকের উপরে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে।
Jan 26, 2019 2:28 AM
25 Nov 2018. Lance Naik Nazir Ahmad Wani while operating at #Batagund inspite of being mortally wounded personally eliminated two terrorists, prevented escape of others, facilitating elimination of six hardcore terrorists. Displayed conspicuous bravery. Awarded #AshokaChakra(P) pic.twitter.com/9Sy1FD7UfC
মেজর তুষার গাব্বা ও সোয়ার বিজয় কুমার-কে এবার কীর্তি চক্রের সম্মানে সম্মানিত করা হচ্ছে।
Jan 26, 2019 2:22 AM
Capt Abhay Sharma, SM ,Lt Col Vikrant Prasher, Major Rohit Lingwal of The Parachute Regiment,Major Amit Kumar Dimri 14 RR (Garhwal Rifles) & Major Imliakum Keitzar ,4/4 Gorkha Rifles displayed conspicuous courage & bravery in counter terrorism operations. Awarded #ShauryaChakrapic.twitter.com/IP5HeHOQj6
প্রথা মেনে শৌর্য চক্র প্রাপকদের নাম প্রকাশ করল সেনাবাহিনী।
Jan 26, 2019 2:20 AM
Gifted a painting of Mahatma Gandhi and Nelson Mandela to President @CyrilRamaphosa. We are celebrating the 150th birth anniversary of Gandhi and the 100th birth anniversary of Mandela. They both remain an inspiration for Africa, for India and for human dignity #PresidentKovindpic.twitter.com/h7JgNHx5c3
৭০ তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, তার আগে সৌজন্য সাক্ষাৎকারে রাষ্ট্রপতি ভবনে হাতে আঁকা মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলার একটি ফোটো ফ্রেম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে উপহার দেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট।
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more