For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Republic Day Live- কড়া নিরাপত্তায় রাজধানী, ৭০ তম প্রজাতন্ত্র দিবসে মাতোয়ারা দেশ

সত্তর তম প্রজাতন্ত্র দিবসে এখন মাতোয়ারা দেশবাসী। প্রভাত ফেরি থেকে শুরু করে পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালনে নেমে পড়েছে মানুষ। সবচেয়ে বেশি উৎসাহ যেন ছোটদের মধ্যে।

Google Oneindia Bengali News

সত্তর তম প্রজাতন্ত্র দিবসে এখন মাতোয়ারা দেশবাসী। প্রভাত ফেরি থেকে শুরু করে পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালনে নেমে পড়েছে মানুষ। সবচেয়ে বেশি উৎসাহ যেন ছোটদের মধ্যে। বিজয়চকে প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানে উপচে পড়েছে ভিড়। তিলধারনের জায়গা পর্যন্ত নেই।

প্রজাতন্ত্র দিবসের Live Update পেতে ক্লিক করুন

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটাই শেষ প্রজাতন্ত্র দিবস। ফলে, এবারের প্রজাতন্ত্র দিবস পালনের এই অনুষ্ঠানকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেখুন প্রজাতন্ত্র দিবসে বিজয় চক থেকে সরাসরি লাইভ-

Newest First Oldest First
11:51 AM, 26 Jan

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সমাপ্তি-তে বিজয় চক থেকে বেরিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
11:49 AM, 26 Jan

আকাশে বায়ুসেনার প্রদর্শন প্রত্যক্ষ করছেন নরেন্দ্র মোদী ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট।
11:45 AM, 26 Jan

প্রজাতন্ত্র দিবসে আকাশে বায়ু সেনার প্রদর্শন।
11:43 AM, 26 Jan

প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রীর পাশে বিশেষ অতিথি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
11:30 AM, 26 Jan

৯ জন-এর হিউম্যান পিরামিড, যার নেতৃত্বে সুবেদার মেজর রমেশ।
11:04 AM, 26 Jan

কর্ণাটকের ট্যাবল-য় তুলে ধরা হয়েছে ১৯২৪ সালে কর্ণাটকে অনুষ্ঠিত হওয়া কংগ্রেসের অধিবেশনকে, যেখানে সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী।
11:02 AM, 26 Jan

ট্যাবলো প্রদর্শনীতে জালাওনিয়াবাগ হত্যাকাণ্ড তুলে ধরেছে পঞ্জাব।
11:02 AM, 26 Jan

ওয়াঘা সীমান্তে পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে মিষ্টি বিনিময় বিএসএফ-এর।
11:00 AM, 26 Jan

আন্দামান নিকোবর, মহারাষ্ট্র ও সিকিমে-র ট্যাবলো দিল্লিতে চলা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে।
10:45 AM, 26 Jan

নিজ প্রযুক্তিতে তৈরি উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ ক্ষেপণাস্ত্রের প্রদর্শন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে।
10:43 AM, 26 Jan

লখনউ-এ একটি মাদ্রাসায় প্রজাতন্ত্র দিবসের উদযাপন।
10:42 AM, 26 Jan

বিএসএফ-র প্রদর্শনী, থিম 'হাম হ্যায় সীমা সুরক্ষা বল'।
10:37 AM, 26 Jan

ভেটারেল ২০১৯ ট্যাবলো, দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে।
10:30 AM, 26 Jan

কলকাতায় রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাহিনীর অভিবাদন গ্রহণ করছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।-
10:19 AM, 26 Jan

কে-৯ বজ্র টি স্বয়ংক্রিয় হাউয়িৎজার-এর প্রদর্শন।
10:17 AM, 26 Jan

উচ্চ ক্ষমতাশীল টি-৯ ট্যাঙ্কের প্রদর্শন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে।
10:15 AM, 26 Jan

ল্যান্স নায়েক নজির আহমেদ ওয়ানিকে মরণোত্তর অশোক চক্র প্রদান, স্ত্রীর হাতে সম্মান তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
10:14 AM, 26 Jan

মুখোমুখি প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রী।
10:14 AM, 26 Jan

অমর জওয়ান জ্যোতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ অর্পন।
9:55 AM, 26 Jan

সিয়াচেন গ্লেসিয়ারে প্রজাতন্ত্র দিবস উদযাপন জওয়ানদের।
9:34 AM, 26 Jan

অন্ধ্রপ্রদেশে প্রজাতন্ত্র দিবসের সরকারি অনুষ্ঠান।
9:00 AM, 26 Jan

ভূবনেশ্বরে প্রজাতন্ত্র দিবসের সরকারি অনুষ্ঠানে ওড়িশার রাজ্যপাল।
9:00 AM, 26 Jan

দিল্লিতে বিজেপি-র সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন সর্বভারতীয় সভাপতি অমিত শাহর।
8:58 AM, 26 Jan

সকাল ৯টা ৫০ মিনিটে বিজয় চকে শুরু হবে প্রজাতন্ত্র দিবসের কুচকাআওয়াজ, ইতিমধ্যেই গ্যালারিতে জায়গা নিতে শুরু করেছেন দর্শকরা।
8:53 AM, 26 Jan

আকাশের কয়েক হাজার ফিট উপরে বায়ু সেনার প্যারাট্রুপারদের অন্যন্য কীর্তি, রেকর্ড উচ্চতায় ডানা মেলল জাতীয় পতাকা।
8:48 AM, 26 Jan

প্রজাতন্ত্র দিবসে সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন,নীল আলোয় এক অপরূপ মায়াবি পরিবেশ, ছবিটি তুলেছেন ডক্টর ইন্দ্রনীল সাহা।
8:47 AM, 26 Jan

প্রজাতন্ত্র দিবসের আগে রাষ্ট্রপতির ঘোরসওয়ার বাহিনী, ছবিটি তুলেছেন ডক্টর ইন্দ্রনীল সাহা।
8:29 AM, 26 Jan

বিজয় চকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপচে পড়ছে ভিড়।
8:29 AM, 26 Jan

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তাজমহলের সামনে তিন রঙা সাজে এক মহিলার উচ্ছ্বাস।
8:25 AM, 26 Jan

চেন্নাই-এ প্রজাতন্ত্র দিবসের সরকারি অনুষ্ঠান, জাতীয় পতাকা উত্তোলন করে স্যালুট রাজ্যপালের।
READ MORE

English summary
India is celebrating 70th Republic Day and to get the live update on Republic Day celebration click here.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X