For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নো-কন্ট্যাক্ট' টিকিট পরীক্ষা করা হবে দেশের এই স্টেশনটিতে

'নো-কন্ট্যাক্ট' টিকিট পরীক্ষা করা হবে দেশের এই স্টেশনটিতে

Google Oneindia Bengali News

কোভিড–১৯ সংক্রমণ এড়াতে মধ্য রেলওয়ের মুম্বই বিভাগ নতুন একটি অ্যাপের সূচনা করল। এই অ্যাপের নাম '‌চেকইন মাস্টার’‌। মধ্য রেলের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে যে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে স্পর্শহীনভাবে টিকিট চেক করা হবে এই অ্যাপের মধ্য দিয়ে।

নো-কন্ট্যাক্ট টিকিট পরীক্ষা করা হবে দেশের এই স্টেশনটিতে


টিকিট পরীক্ষক কর্মীরা এই অ্যাপ ব্যবহার করবে সিএসটি স্টেশনে। কোনও ধরনের ভয় ছাড়াই তাঁরা চিকিট পরীক্ষার কাজ করতে পারবে, তাও আবার শারীরিক সংস্পর্শ ছাড়া। এই অ্যাপে রয়েছে ওসিআর ও কিউ আর কোড স্কানিং ফিচার, যার মাধ্যমে নির্দিষ্ট দুরত্ব থেকে পিআরএস ও ইউটিএস টিকিট পরীক্ষা করা যাবে। স্টেশনে যাত্রীদের তাপমাত্রা স্কিনিংয়ের জন্য থার্মাল গানস রয়েছে। ফ্ল্যাপ–বেস গেট প্রবেশ ও প্রস্থানে পরবর্তী সময়ে বসানো হবে। এছাড়াও কিউআর কোড দেওয়া টিকিট পরীক্ষার ব্যবস্থাও করা হবে সিএসটিতে।

চেকইন মাস্টার অ্যাপটি টিকিট পরীক্ষক কর্মীদের উপস্থিতি এবং রিয়াল–টাইম পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হবে। রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশনের সিএসআরের অংশ হল এই অ্যাপটি। এর আগে, মুম্বই বিভাগ টিকিট চেকিং কর্মীদের একটি নেকব্যান্ড পোর্টেবল পাবলিক অ্যাড্রেস সিস্টেম সরবরাহ করেছিল যাতে তারা সামাজিক দূরত্বে থাকা যাত্রীদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। এটি ট্রেনে আসার আগে স্টেশনগুলিতে যাত্রীদের গাইড করতে সহায়তা করে।

English summary
from now on tickets will be checking contacless this station in the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X