For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনডিএ-র পথে কাঁটা বিছিয়ে বিহারে বিজেপি বিরোধী মহাজোট গড়ে ফেলল ইউপিএ

আর জল্পনা নয়, এনডিএ ছেড়ে ইউপিএ জোটে নাম লিখিয়ে ফেলল রাষ্ট্রীয় লোক সমতা পার্টি। এদিন দিল্লিতে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে দলের প্রধান উপেন্দ্র কুশওয়াহা ইউপি

  • |
Google Oneindia Bengali News

আর জল্পনা নয়, এনডিএ ছেড়ে ইউপিএ জোটে নাম লিখিয়ে ফেলল রাষ্ট্রীয় লোক সমতা পার্টি। এদিন দিল্লিতে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে দলের প্রধান উপেন্দ্র কুশওয়াহা ইউপিএ জোটে থাকার ঘোষণা করে দিলেন।

এদিন দিল্লির এআইসিসি অফিসে যান কুশওয়াহা। বিহারের মহাজোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ছিলেন কংগ্রেস নেতা শক্তিসিং গোহিল ও হিন্দুস্তানি আবার মোর্চা-র নেতা জিতন রাম মাঝি।

এদিন বিহারের ইউপিএ জোটে আরএলএসপি-র যোগ দেওয়া নিয়ে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, উপেন্দ্র কুশওয়াহা গণতন্ত্রের পক্ষে দাঁড়াবেন বলে ইউপিএ জোটে এসেছেন। নরেন্দ্র মোদীর সরকার যেভাবে সিবিআই থেকে আরবিআই সব কেন্দ্রীয় প্রতিষ্ঠানে হানা দিচ্ছে তাতে দেশের সার্বভৌমত্বকে বাঁচাতে সকলকে একসঙ্গে লড়তে হবে।

কুশওয়াহা এদিন ইউপিএ-তে যোগ দিয়ে বলেছেন, নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার আগে বিহার নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কৃষকদের তথা গরিব মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছিল। তবে ক্ষমতায় এসে বিজেপি তথা এনডিএ কোনও প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি।

কুশওয়াহার অভিযোগ, একদিকে বিজেপি যেমন প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। উল্টোদিকে বিহারে নীতীশ কুমারের দল তাঁর দলকে ভাঙিয়ে নিতে ছিপ ফেলেছেন। বারবার এনডিএ-তে থেকে প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি। শেষ অবধি আসন কমিয়ে দেওয়ার ঘটনা মেনে নেওয়া সম্ভব ছিল না। ফলে বেরিয়ে আসতে হয়েছে।

কুশওয়াহা যোগ দেওয়ায় বিহারে একদিকে বিজেপি, জেডিইউ, এলজেপি জোট রয়েছে, অন্যদিকে কংগ্রেস, আরজেডি, হাম, আরএলএসপি জোট বাঁধল। এখন দেখার লোকসভা ভোটে কাদের পাল্লা ভারী হয়।

English summary
Former NDA ally and RLSP leader Upendra Kushwaha joins UPA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X