For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋণ জালিয়াতি মামলায় প্রাক্তন আইসিআইসিআই সিইও চন্দা কোচারের স্বামী সিবিআই-জালে

প্রাক্তন আইসিআইসিআই সিইও চন্দা কোচারের স্বামীকে গ্রেফতার করল সিবিআই। ঋণ জালিয়াতি মামলায় তাঁকে শুক্রবার গ্রেফতার করা হয়।

Google Oneindia Bengali News

প্রাক্তন আইসিআইসিআই সিইও চন্দা কোচারের স্বামীকে গ্রেফতার করল সিবিআই। ঋণ জালিয়াতি মামলায় তাঁকে শুক্রবার গ্রেফতার করা হয়। ব্যাঙ্ক ও ভিডিওকন গ্রুপের সঙ্গে জড়িত একটি মানি লন্ডারিং মামলার তদন্তে সিবিআই চন্দা কোচারের স্বামী দীপক কোচারকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে।

ঋণ জালিয়াতি মামলায় গ্রেফতার সিইও চন্দা কোচারের স্বামী

চন্দা কোচার ২০১৮ সালের অক্টোবরে আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও ও ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছিলেন। তিনি ব্যাঙ্কের ঋণ দেওয়ার পদ্ধতিতে ভিডিওকন গ্রুপ, এক কনজিউমার ইলেকট্রনিক্স এবং তেল ও গ্যাস অনুসন্ধান সংস্থাকে সমর্থন করেছিলেন। তা নিয়ে বিতর্কের জেরেই চন্দা কোচার পদত্যাগ করে সরে যান।

পরবর্তী কালে ভিডিওকন গ্রুপকে ২০১২ সালে ৩২৫০ কোটি টাকা ঋণ দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। সিবিআই চন্দা কোচারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণার অভিযোগে মামলা করে। সেই মামলার তদন্ত চলছি। সেই মামলায় পরে সিবিআই জানতে পারে ভিডিওকন গ্রুপ আইসআইসিআই ব্যাঙ্কের জন্য একটি নন-পারফর্মিং অ্যাসেট হয়ে উঠেছে। এবং সিবিআই তদন্তে আর জানতে পারে আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর চন্দা কোচারের স্বামী এবং তাঁর পরিবারের সদস্যরা এই লেনদেন থেকে বিস্তর উপকৃত হয়েছেন। এই অভিযোগ সামনে আসার পরে বিষয়টি নিয়ে চর্চা হয়। সিবিআইও এই বিষয়টিতে বিশেষ দৃষ্টি দেয়।

সিবিআই তদন্ত সাপেক্ষে জানতে পারে, সিইও ও ম্যানেজিং ডিরেক্টর চন্দা কোচারের স্বামী এবং তাঁর পরিবারের সদস্যরা যে এ লেনদেবন থেকে উপকৃত হয়েছিলেন তার সারবত্তা রয়েছে। আর এ বিষয়ে যে ব্যাঙ্কের আচরণবিধি এবং অভ্যন্তরীণ নীতি লহ্ঘিত হয়েছিল, তাও স্পষ্ট হয়ে ওঠে। ২০১৯ সালে আইসিআইসি ব্যাঙ্ক বলেছিল চন্দা কোচারের অপসারণে এই বিতর্কের অবসান ঘটবে, কিন্তু তা ঘটেনি। ফের নতুন করে জেগে ওঠে এই মামলা। সিবিআই সক্রিয় হয়ে তদন্ত শুরু করে।

সেই তদন্ত সাপেক্ষে এদিন গ্রেফতার করা হয় আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ও ম্যানেজিং ডিরেক্টর চন্দা কোচারের স্বামী দীপক কোচারকে। এখন দীপক কোচারের পর এই ঋণ জালিয়াতি মামলায় আর কাকে সিবিআই জালে ফাঁসতে হয়, তা বলবে ভবিষ্যৎ। আপাতত এই মামলায় ব্যাঙ্কের প্রাক্তন সিইও-র স্বামী গ্রেফতার হওয়ায় আরও সত্য সামনে আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এই ঋণ জালিয়াতে মামলায় গ্রেফতার হওয়া আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ও ম্যানেজিং ডিরেক্টর চন্দা কোচারের স্বামী দীপক কোচারকে শনিবার আদালতে তোলা হবে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবেন সিবিআই কর্তারা।

English summary
Former ICICI Bank CEO Chanda Kochar’s husband arrested by CBI on loan fraud case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X