For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামমন্দির নির্মাণের জন্য প্রথম ইট দান, রামেশ্বরম থেকে ইট নিয়ে অযোধ্যায় এল রামসেনা সদস্যরা

Google Oneindia Bengali News

রামেশ্বরম থেকে আসা একদল ভক্ত রামমন্দিরের জন্য প্রথম ইট দান করল শনিবার। আজ উত্তরপ্রদেশে বিশ্বহিন্দু পরিষদের রামমন্দির নির্মাণ কর্মশালায় গিয়ে তারা রামেশ্বরম থেকে আনা ইটগুলি দান করে। নিজেদের রাম সেনা নামে আখ্যা দেওয়া ছয় ব্যক্তির সেই দল ১২টি পুজো দেওয়া শীলা এনেছেন রামেশ্বরম থেকে।

রামমন্দির নির্মাণের জন্য প্রথম ইট দান

রাম সেনার জাতীয় স্তরের সচিব মদন গোপাল সংবাদ সংস্থা আইএনএসকে বলেন, "যখন মন্দির নির্মাণের কাজ শুরু হবে আমাদের রাম সেনার কর্মকর্তারা রামেশ্বরম থেকে অযোধ্যায় এসে করসেবা করবে।"

এর আগে ১৯৮৯ সালে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে দেশের প্রতিটি গ্রাম থেকে ইট সংগ্রহের কাজ শুরু করেছিল। বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় সচিব পুরষোত্তম নারায়ণ সিং বলেন, "রায় ঘোষণার পর এটা স্পষ্ট হয়ে যায় যে রাম জন্মভূমিতেই রাম মন্দির তৈরি হবে। এরপর থেকেই লোকজন মন্দির নির্মাণের জন্য ইট আনতে শুরু করেছেন। এটা তাদের আস্থা যা আমাদের এই কর্মশালায় রাম মন্দিরের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যেই এখানে মন্দির নির্মাণের জন্য ইট নিয়ে আসবে আমরা তা গ্রহণ করব।"

বাবরি মসজিদের ধ্বংসের তিন বছর আগে ১৯৮৯ সালে প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দলিত নেতা কামেশ্বর চৌপাল। শতাব্দী প্রাচীণ এই বিবাদ মামলায় শনিবার রায় দিয়ে আদালত জানিয়ে দেয় যে বিতর্কিত জমি পাবেন রামলালা। সেখানে তৈরি হবে রামমন্দির।

English summary
first set of brick donated to build ram mandir in Ayodhya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X