For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেঘালয়ে খনি থেকে উঠে এল একটি পচাগলা দেহ, রইল বাকী আরও ১৪

মেঘালয়ে পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের অবৈধ কয়লা খনিতে কাজ করতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন ১৫ জন শ্রমিক। ৪২ দিনের চেষ্টার পরে একজন শ্রমিকে দেহের অবশিষ্ট অংশ তুলে আনতে পারল উদ্ধারকারী দল।

  • |
Google Oneindia Bengali News

মেঘালয়ে পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের অবৈধ কয়লা খনিতে কাজ করতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন ১৫ জন শ্রমিক। ৪২ দিনের চেষ্টার পরে একজন শ্রমিকে দেহের অবশিষ্ট অংশ তুলে আনতে পারল উদ্ধারকারী দল। এখনও ভিতরে কোথায় পচে-গলে পড়ে রয়েছে বাকী ১৪ জনের দেহ। সেগুলি তুলে আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে উদ্ধারকারী দল। উদ্ধার হওয়া দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

মেঘালয়ে খনি থেকে উঠে এল একটি পচাগলা দেহ, রইল বাকী আরও ১৪

জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও ভারতীয় নৌসেনার যৌথ অভিযান চলেছে এতদিন ধরে। ছয়জন মিলে এদিন একটি দেহ ওপরে তুলে আনতে পেরেছেন।

গত ১৩ ডিসেম্বর সেখানে কাজ করতে যান এই শ্রমিকরা। তার মধ্যে আচমকা দেওয়াল ভেদ করে পাশের নদীর জল এসে গেলে কয়েকজন উঠে আসতে পারলেও ১৫ সেখানে আটকে যান। এবং সম্ভবত সকলেই মারা গিয়েছেন।

এতজন শ্রমিক খনিতে তলিয়ে যাওয়ার পরে ৩২ দিন পর একজনের দেহ দেখতে পান উদ্ধারকারী দলের সদস্যরা। খনিটি ৩৫০ ফুট গভীর। সেখানে জল ঢুকে যাওয়ায় দেহ খুঁজে বের করা একপ্রকার অসাধ্যের কাজ ছিল।
যার ফলে এতদিন লেগে গেল একজনের দেহ বের করতে। মাঝে কাজ প্রায় থামিয়েই দেওয়ার কথা ভাবা হয়েছিল। তবে নিখোঁজ শ্রমিকদের পরিবার অনুরোধ করে অন্তত দেহগুলি তুলে আনতে যাতে তাঁরা শেষকৃত্য করতে পারে। তারপর ফের জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়েছে।

English summary
First body pulled out of Meghalaya mine, 42 days after workers got stuck
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X