For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'শোনার ধৈর্য নেই, হুকুম চালাচ্ছেন শুধু' , কৃষক বিক্ষোভ ইস্যুতে তৃণমূল সহ বিরোধীরা সোচ্চার রাজ্যসভায়

সংসদের উচ্চ কক্ষে আজ কখনও মোদী সরকারের বিরুদ্ধে একছত্র হুকুম চালানোর অভিযোগ তোলা হয়েছে, কখনওবা সরকারের অহং নিয়ে সরব হয়েছেন বিরোধীরা।

  • |
Google Oneindia Bengali News

সংসদের উচ্চ কক্ষে আজ কখনও মোদী সরকারের বিরুদ্ধে একছত্র হুকুম চালানোর অভিযোগ তোলা হয়েছে, কখনওবা সরকারের অহং নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। তবে, এদিন দিনভর রাজ্যসভায় কার্যত মোদী সরকারকে তুলোধনা করতে ছাড়েননি তৃণমূলের ডেরেক থেকে আরজেডির মনোজ কুমার ঝা।

'একটা টুইটে গণতন্ত্র দুর্বল হবে না'

'একটা টুইটে গণতন্ত্র দুর্বল হবে না'

এদিন আরজেডি সাংসদ মনোজ কুমার বলেন, 'হাত জোর করে অনুরোধ করছি যে কৃষকদের সমস্যাটা একটু বুঝুন। এই প্রবল ঠান্ডায় আপনারা জলের সরবরাহ, শৌচালয়ের সুবিধা, কেড়ে নিয়ে কাঁটাতার দিয়েছেন।' তিনি এদিন রিহানাদের টুইট নিয়ে সাফ জানান কয়েকটি টুইটে দেশের গণতন্ত্র দুর্বল হবে না।

স্বগোতোক্তি নয় দ্বিপাক্ষিক আলোচনা চাই

স্বগোতোক্তি নয় দ্বিপাক্ষিক আলোচনা চাই

'৩০৩ টি আসন কোল্ড স্টোরেজ বা গোডাউন থেকে আসেনি, এই মানুষরা ভোট দিয়েছেন', বিজেপিকে এই ভাষাতে কটাক্ষ করে এদিন মনোজ কুমার বলেন, দেশের মেরুদণ্ড কৃষকরা। ফলে তাঁদের দাবি দাওয়া শুনে স্বগোতোক্তি নয়, বরং আলোচনার রাস্তা মজবুত হোক।

'আপনারা শুনছেন না হুকম করছেন খালি'

'আপনারা শুনছেন না হুকম করছেন খালি'

ঝোড়ো বার্তায় রাজ্যসভায় তেজস্বী শিবিরের এই সাংসদ বলেন, দেশে এখন কেন্দ্রীয় সরকার আর কিছু শুনছে না। বরং এরা খালি হুকিম করতে জানে। তিনি বলেন, সরকার গঠন করা হয়েছিল সেতু তৈরি করার জন্য, তবে এঁরা দেওয়াল তুলতে শুরু করেছেন।

রাজ্যের মতামত নেওয়া হোক!

রাজ্যের মতামত নেওয়া হোক!

এদিকে এইচ ডি দেবেগৌড়া এদিন বলেন, কৃষি আই একটি রাজ্যের বিষয়। এই আইনের বিষয়ে রাজ্যগুলির মতামত নেওয়া হোক।

ডেরেকের তীব্র তোপ

ডেরেকের তীব্র তোপ

কেন্দ্রীয় সরকার ভারতকে বহুভাবে ব্যর্থ করেছে, এই বক্তব্য দিয়ে এদিন নিজের বার্তা জোরালো করেন তৃণমূলের সাংসদ ডেরেক। মমতার দলের এই নেতা নিজের বক্তব্যে বলেন, ' সংসদের পবিত্রতা নষ্ট হয়েছে সরকারের গোঁড়ামিতে। সেপ্টেম্বক ২০ তারিখে ৭ জন সাংসদ কৃষকদের পক্ষে সরব হন, তাঁদের সাসপেন্ড করা হয়। আমি সেই কৃষকদের পরিবারের প্রতি সমবেদনা জানাই যাঁরা প্রাণ হারিয়েছেন'।

ঘনিয়ে আসছে দিন, ১৬ ফেব্রুয়ারির পরে বঙ্গের ভোটের নির্ঘণ্ট ঘোষণা, ইঙ্গিত নির্বাচন কমিশনের

English summary
Farmer protest issue, with TMC's Derek Opposition tears into govt in Rajya Sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X