For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিলনাড়ুর মন্দিরে অসমের হাতি জয়মালাকে 'নির্যাতন', হইচই নেট দুনিয়ায়

তামিলনাড়ুর মন্দিরে অসমের হাতি জয়মালাকে 'নির্যাতন', হইচই নেট দুনিয়ায়

  • |
Google Oneindia Bengali News

পশুপাখিদের যে প্রাণ আছে তা কী মাঝে মধ্যে অনেকে ভুলে যায়! সত্যিই যদি না ভুলত তাহলে এমন ঘটনা কখনই প্রকাশ্যে আসত না। তবে বলা বাহুল্য, মাঝেমধ্যে এমন অনেক ঘটনা আমাদের সামনে আসে যা আমাদের দেখে আমাদের বুক শিউরে ওঠে। চোখে জল ভরে ওঠে। যা বাঁধ মানতে চায় না। এবার এমনই এক ঘটনায় অবাক হয়েছেন আমজনতা। ঘটনাটি তামিলনাড়ুর শ্রীভিলিপুথুর অন্ডাল মন্দিরের। সেখানেই 'জয়মালা’ নামে একটি হাতি বন্দী আছে। হাতিটি আসলে অসমের। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গেছে হাতির ওপর এক ব্যক্তি অশ্রাব্য ভাবে অত্যাচার করছে। তার পায়ে মারছে। নিরীহ প্রাণীটি ব্যাথায় ছটপট করছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর হু হু করে তা ভাইরাল হয়ে যায়।

কী জানাল সরকার

কী জানাল সরকার

ভিডিও দেখার পর তামিলনাড়ু সরকারকে ঘটনাটি জানানো হয়। জানা গিয়েছে, অসম থেকে বন দফতরের আধিকারিকদের একটি বিশেষজ্ঞ দল পাঠানো হবে। এবং যারা এমন ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। গত সপ্তাহে, আসাম সরকার দ্বারা গঠিত চার সদস্যের একটি দল জয়মালার অবস্থা পরিদর্শন করতে চেন্নাই পৌঁছেছিল।

 ভিডিওতে কী দেখা গেল

ভিডিওতে কী দেখা গেল

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তামিলনাড়ুর এই মন্দিরে পায়ে শিকল বেঁধে মারতে দেখা যায়। পশু অধিকার সংস্থা PETA (পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস) এই ভিডিওটি চলতি বছরের ২৬ অগাস্ট শেয়ার করেছেন। জার পরেই ভিডিওটি হুহু করে ভাইরাল হয়ে যায়। এটি দেখার পর অনেক পশু প্রেমীরা নিন্দা করেছেন। তারাও এর বিচার চাইছেন।

ঘটনায় কষ্ট পেলেন তারকারা

ঘটনায় কষ্ট পেলেন তারকারা

পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস তামিলনাড়ুতে 'জেমল্যাথা' নামে পরিচিত। এই ভিডিও দেখে কষ্ট পেয়েছেন বলিউড সেলেবরাও। তারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। বলিউড অভিনেত্রী সানি লিওন, মাধুরী দীক্ষিত এবং পাপন- সহ বিভিন্ন সেলিব্রিটি - হ্যাশট্যাগের মাধ্যমে টুইট করে হাতির মুক্তির জন্য জানাচ্ছেন। কারণ এই ঘটনায় অবাক হচ্ছেন খারাপ লাগাছে তাঁদের। সেই সঙ্গে এই হ্যাশট্যাগ দিয়েছেন তারকারা। #FreeElephantJeymalyatha এবং তার পরেও।

 কী জানালেন হাতির আগের মালিক

কী জানালেন হাতির আগের মালিক

জানা গিয়েছে হাতিটি অসমের তিনসুকিয়া জেলার একটি গ্রামে বসবাসকারী একটি পরিবারের সদস্য। গিরিন মোরান, দাবি করেছেন যে তিনি জয়মালাকে ২০১১ সালে প্রয়োজনীয় কাগজপত্র শেষ করার পরে একটি সংক্ষিপ্ত লিজে তামিলনাড়ুতে পাঠিয়েছিলেন। কারণ তাকে খাওয়াতে সমস্যা হচ্ছিল তার। তার মতে, তিন বছরের মধ্যে তাকে ফিরিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি।

আরেকটি ভিডিওতে কী দেখা গেল

আরেকটি ভিডিওতে কী দেখা গেল

এই ভিডিও ছাড়াও আরেকটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, ২০১১ সালে জয়মালাকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। তাছাড়া আবার জানা যাচ্ছে, হাতিটির মালিকানা পরিবর্তন হচ্ছে।

প্রতীকী ছবি

English summary
elephant joymala torture in tamil nadu temple viral this video
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X