For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্থিক দুর্নীতির অভিযোগ টিআরএস সাংসদের বিরুদ্ধে, মধুকন গ্রুপের ৯৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

অর্থিক দুর্নীতির অভিযোগ, ইডির টিআরএসের সাংসদ নামেশ্বর রাওয়ের মধুকন গ্রুপের ৯৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

Google Oneindia Bengali News

তেলেঙ্গানার শাসকদলকে অস্বস্তিতে ফেলে একটি আর্থিক দুর্নীতি মামলায় ইডি টিআরএসের সাংসদ নামা নাগেশ্বর রাওয়ের ১০৫ টি স্থাবর ও ৯৬.২১ কোটি টাকার অন্যান্য সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই সম্পত্তি নাগেশ্বর রাওয়ের মধুকন গ্রুপ অফ কোম্পানির নামে রয়েছে। শনিবার এক বিবৃতিতে ইডির তরফে জানানো হয়েছে।

অর্থিক দুর্নীতির অভিযোগ, ইডির টিআরএসের সাংসদ নামেশ্বর রাওয়ের মধুকন গ্রুপের ৯৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশোবন্ত সিনহার সমর্থনে একটি অনুষ্ঠানে নাগেশ্বর রাও উপস্থিত ছিলেন। সেই সময়ই ইডি সাংবাদিক সম্মেলনে টিআরএসের অস্বস্তি বাড়িয়ে এই তথ্য প্রকাশ করে। শনিবার হায়দরাবাদে রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী যশোবন্ত সিনহা আসেন। তাঁকে স্বাগত জানাতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে উপস্থিত ছিলেন নামা নাগেশ্বর রাও।

বিমানবন্দর থেকে তাঁরা যশোবন্ত সিনহার সমর্থনে একটি অনুষ্ঠানে যান। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, রাষ্ট্রপতি প্রার্থী যশোবন্ত সিনহার সঙ্গে নাগেশ্বর রাও একই মঞ্চে উপস্থিত ছিলেন। শনিবার সাংবাদিকদের ইডি জানিয়েছে, রাঁচি এক্সপ্রেসওয়ের মামলায় ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে মধুকন গ্রুপ অফ কোম্পানির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

আর্থিক দুর্নীতি প্রতিরোধ আইন ২০০২ অধীনে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে মধুকন গ্রুপ অফ কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডির তরফে জানানো হয়েছে, হায়দরাবাদ, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, প্রকাশম ও কৃষ্ণা জেলার ৮৮.৮৫ কোটি টাকার সম্পত্তি ও মধুকন প্রোজেক্টস লিমিটেডের প্রমোটারদের ৭.৩৬ কোটি টাকার শেয়ার বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ, মধুকন গ্রুপ অফ কোম্পানি রাঁচি-জামশেদপুর সড়কের নামে ব্যাঙ্কের থেকে ঋণ নিয়েছিল। সেই ঋণের অর্থ তছরুপ করার অভিযোগ করা হয়েছে। ইডির আধিকারিকরা জানিয়েছেন, নাগেশ্বর রাও নামা সিথাইয়াহের নামে সংস্থাগুলো রয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১১ জুন মধুকন গ্রুপ কোম্পানির অফিস, রাঁচি এক্সপ্রেস ওয়ের সিএমডি কে শ্রীনিবাস রাওয়ের বাসভবন, এন সিতারা ও নাগেশ্বর রাওয়ের ছেলে পৃথ্বী তেজার বাসভবনে তল্লাশি চালায়। মধুকন গ্রুপ অফ কোম্পানির বিরুদ্ধে ১,০৬৪ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ রয়েছে। রাঁচি এক্সপ্রেসওয়ের একটা অংশ মধুকন গ্রুপ অপ কোম্পানি তৈরি করেছিল। ২০১১ সালে ভারত ন্যাশনাল হাইওয়ে অথরিটি নাগেশ্বর রাওয়ের সংস্থাকে রাচি থেকে জামশেদপুরের চার লেনের ১৬৩ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা তৈরি করার বরাত দিয়েছিল। সেখান থেকে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে।

ফ্লোর টেস্টের আগে চমক, মহারাষ্ট্র বিধানসভার নতুন স্পিকার হলেন বিজেপির রাহুল নার্ভেকর ফ্লোর টেস্টের আগে চমক, মহারাষ্ট্র বিধানসভার নতুন স্পিকার হলেন বিজেপির রাহুল নার্ভেকর

নামা নাগেশ্বর রাও ২০০৯ সালে লোকসভা নির্বাচনে খাম্মাম কেন্দ্র থেকে জয়ী হন। কিন্তু ২০১৪ সালের লোকসভা নির্বাচনে হেরে যান। ২০১৮ সালে বিধানসভা নির্বাচনের প্রার্থী হন। কিন্তু ওই নির্বাচনেও তিনি হেরে যান। ফের ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তিনি খাম্মাম কেন্দ্র থেকে টিআরএসের প্রার্থী হন। তিনি ব্যাপক জয় লাভ করে ফের সংসদের সদস্য হন।

English summary
ED attaches 96 corer rupees asset of TRS MP Company Madhucon Group
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X