For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুর 'ইবিসিএ'-র পুজোয় এবার থাকছে 'ভাউচার' জেতার বিশেষ সুযোগ! রয়েছে বড়সড় চমক

কলকাতার শহর থেকে অলিগলি এখন উৎসবের রোশনাইয়ে জমজমাট। প্যান্ডেল হপিং এর ব্যস্ততা বেশ কয়েকটি পুজো মণ্ডপে চোখে পড়ার মতো। তবে দুর্গাপুজো ঘিরে সুদুর বেঙ্গালুরুও পিছিয়ে নেই।

  • |
Google Oneindia Bengali News

কলকাতার শহর থেকে অলিগলি এখন উৎসবের রোশনাইয়ে জমজমাট। প্যান্ডেল হপিং এর ব্যস্ততা বেশ কয়েকটি পুজো মণ্ডপে চোখে পড়ার মতো। তবে দুর্গাপুজো ঘিরে সুদূর বেঙ্গালুরুও পিছিয়ে নেই। প্রযুক্তিনগরীর বাঙালিদের মধ্যেও ক্রমেই চড়ছে 'পুজো-ফিভার'! এবছর বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ডে প্রথমবার দুর্গাপুজো আয়োজন করতে চলেছে ইস্ট বেঙ্গালুরু কালচারাল অ্যাসোসিয়েশন । এবছর ইবিসিএ-র পুজোর অতিথিদের তালিকায় থাকছেন কর্ণাটকের বিধায়ক অরবিন্দ লিম্বাভল্লি ও সাংসদ পিসি মোহন। এছাড়াও পঞ্চমীতে পুজোর উদ্বোধনে থাকছে আরও এক বিশেষ চমক।

পুজোর ঠিকানা

পুজোর ঠিকানা

ইস্ট বেঙ্গালুরু কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো আয়োজিত হচ্ছে হোয়াইট ফিল্ডের কোদুগুডি গোল্ডেন ফিনস স্পোর্টস ক্লাবে। পুজোর অন্যতম উদ্যোক্তা তথা অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সুমন্ত পাল জানিয়েছেন , প্রথমবার কালীপুজো আয়োজনের মাধ্যমে পথ চলা শুরু করেন তাঁরা। ২০১৬ সালে প্রথমবার কালীপুজো আয়োজনের পর ধীরে ধীরে বিভিন্ন উৎসবে একত্রিত হতে শুরু করে এখানকার বহু বাঙালি পরিবার। তারপর, অ্যাসোসিয়েশনের তরফে ২০১৮ সালের প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। মোট ৩০০টি পরিবার একত্রিত হয়ে এই পুজোয় আয়োজনে আপাতত ব্যস্ত। প্রায় হাজার জন সদস্যের সহযোগিতায় বেঙ্গালুরুর অন্যতম বড় পুজো আয়োজিত হতে চলেছে হোয়াইটফিল্ড এলাকায়।

পুজোর থিম


ইবিসিএ-র এবছরের পুজোর থিম হল রাজসভা। দক্ষিণী রাজসভার আদলে তৈরি হয়েছে পুজোর মণ্ডপ। মাতৃমূর্তিতে থাকছে সাবেকিয়ানার ছোঁয়া।

আকর্ষণীয় অনুষ্ঠান

আকর্ষণীয় অনুষ্ঠান

১৪ অক্টোবর পুজো উদ্বোধন ঘিরে থাকছে বেশ কিছু চমক, যা এখনই প্রকাশ্য়ে আনতে নারাজ পুজো উদ্যোক্তারা। পুজোর অন্যতম সদস্য ইন্দ্রনীল ব্যানার্জি জানিয়েছেন, সেদিন আয়োজিত হচ্ছে 'আনন্দমেলা'। ভোজন রসিক বাঙালিকে রসনায় তৃপ্ত করতে পুজো মণ্ডপের আঙিনায় থাকছে একাধিক খাবারের পসরা।

ষষ্ঠী-সপ্তমীর দিনের আকর্ষণ

ষষ্ঠী-সপ্তমীর দিনের আকর্ষণ

ষষ্ঠীর দিন ইবিসিএ-র পুজোয় পারফর্ম করতে আসছেন সারেগামাপার অন্যতম জনপ্রিয় শিল্পী ঋষি চক্রবর্তী । থাকছেন কর্ণাটকের বিখ্যাত গায়িকা বি আর ছায়া। সপ্তমীর রাতে হোয়াইটফিল্ডের এই পুজো মাতবে 'অক্সিজেন' ব্যান্ডের গানে।

অষ্টমী-নবমীর আয়োজন

অষ্টমী-নবমীর আয়োজন


অষ্টমীর রাতে 'আলপিন' ব্যান্ডের গানে মাতবে ইবিসিএ-র পুজো। এখানের পুজোয় নবমীর রাত জাগা চলবে ডান্ডিয়ার তালে।

বিশেষ গিফ্ট ভাউচার

বিশেষ গিফ্ট ভাউচার

পুজো উদ্যোক্তা সুমন্ত পাল জানিয়েছেন, এবছর ইবিসিএ-র পুজোর আয়োজনে কলকাতার সংস্থা 'মিন কার্ট'-কে পাশে পেয়েছেন তাঁরা। আর মিনকার্টের সঙ্গে গাঁটছ়ড়া বেঁধে ইবিসিএ এবার পুজো মণ্ডপে আয়োজন করেছে বিশেষ সেল্ফি জোনের। যেখানে বিশেষ এক নম্বরে মিসড কল দিলেই রয়েছে গিফ্ট ভাউচার পাওয়ার সুযোগ। ফলে এখানের মণ্ডপে দর্শনার্থীদের জন্য থাকছে বড়সড় বেশ কিছু চমক। পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, পুজোয় উপস্থিত থাকছেন 'মিন কার্ট'-এর কর্ণধার প্রদীপ মজুমদারও। ফলে সব মিলিয়ে জমজমাট পুজো আয়োজনের দিকে এগিয়ে চলেছে।

English summary
East Bengaluru Cultural Association going to organize their first ever Durga puja in 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X