
কংগ্রেসের সভাপতি পদের দৌড়ে এবার দিগ্বিজয় সিং, মনোনয়ন জমা ৩০ সেপ্টেম্বর
কংগ্রেসের সভাপতি পদের দৌড়ে এবার সামিল হচ্ছেন দিগ্বিজয় সিং। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নাকি শীঘ্রই সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন। এর আগে শশী থারুর নিজেই প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন। তারপরেই অশোক গেহলটের নাম প্রকাশ্যে আসে। কিন্তু যে জটিলতা তৈরি হয়েছে গেহলটকে নিয়ে তাতে তাঁর প্রার্থী হওয়ার ক্ষেত্রে তীব্র জটিলতা তৈরি হয়েছে।

প্রার্থী হচ্ছেন দিগ্বিজয় সিং
কংগ্রেসের সভাপতি পদের িনর্বাচনে প্রার্থী হচ্ছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। এইমনই খবর শোনা যাচ্ছে। শীঘ্রই নাকি তিিন মনোনয়ন জমা দেবেন। সূত্রের খবর দিগ্বিজয় সিং নিজেই নাকি কংগ্রেসের সভাপতি পদে প্রার্থী হওয়ার কথা জািনয়েছেন। সেই সঙ্গে তিনি জািনয়েছেন গান্ধী পরিবারের কেউ এবার সভাপতি পদের দৌড়ে প্রার্থী হচ্ছেন না। কাজেই গান্ধী পরিবারের বাইরে কেউ এবার কংগ্রেসের সভাপতি পদে বসবেন।

প্রার্থী শশী থারুর
কংগ্রেসের সভাপতি পদে প্রার্থী হওয়ার কথা সবার আগে ঘোষণা করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। তিরুঅনন্ত পূরমের সাংসদ নিজেই সবার আগে সভাপতি পদে দৌড়ে প্রার্থী হচ্ছেন বলে জািনয়েছিলেন। সূত্রের খবর আগামী ৩০ সেপ্টেম্বর নাকি িতনি তাঁর মনোনয়নও জমা দেবেন। কংগ্রেসের বিদ্রোহী নেতাদের ঘনিষ্ঠ শশী থারুর। তিনি প্রথম থেকেই গান্ধী পরিবারের বাইরে কাউকে সভাপতি পদে বসানোর পক্ষে সওয়াল করেছিলেন। কংগ্রেসের জনপ্রিয় সাংসদদের মধ্য অন্যতম শশী থারুর।

অশোক গেহলটকে নিয়ে জটিলতা
কংগ্রেস সভানেত্রী গান্ধী পরিবারের অনুগত কাউকে সভাপতি পদের নির্বাচনে প্রার্থী করতে চেয়েছেন। সেকারণে অশোক গেহলটকে তিনি প্রার্থী হওয়ার জন্য রাজি করিয়েছেন। কিন্তু সভাপতি িনর্বাচিত হলে অশোক গেহলটকে রাজস্থােনর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে। তাতেই প্রবল আপত্তি তাঁর অনুগামীদের। এই নিয়ে রাজস্থান উত্তাল কিছুতেই তাঁরা সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী পদে চাইছেন না। কংগ্রেস হাইকমান্ড এই নিয়ে প্রবল অসন্তুষ্ট।

সভাপতি নির্বাচনে জটিলতা
অশোক গেহলটকে নিয়ে প্রবল জটিলতা তৈরি হয়েছে কংগ্রেসে। অনেকেই মনে করছে দুটি পদ ধরে রাখতেই অশোক গেহলট বিদ্রোহে উস্কানি দিচ্ছে। ইতিমধ্যেই ৩ বিধায়ককে চিহ্নিত করা হয়েছে। তাঁরাই বিদ্রোহ সংগঠিত করছিল বলে অভিযোগ। যদিও অশোক গেহলট একেবারে নিরব রয়েছেন। তিিন জানিয়েছেন এই বিদ্রোহ নিয়ে তাঁর কিছু বলার নেই। তবে সূত্রের খবর রাজস্থােনর তিন বিধায়ককে সাসপেন্ড করা হতে পারে।
উৎসবের মরশুমে বোনাস নিয়ে বড় ঘোষণা মমতার! উপকৃত হবেন বহু কর্মী