For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে বিরোধী শিবিরে শুটারের হানা! নেতার মেয়ের যোগ বিজেপিতে

বিহারে বিরোধী শিবিরে শুটারের হানা! নেতার মেয়ের যোগ বিজেপিতে

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রয়াত নেতা দিগ্বিজয় সিং-এর কন্যা, শুটার শ্রেয়সী সিং যোগ দিলেন বিজেপিতে। এদিন বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে শ্রেয়সী বিজেপিতে যোগ দেন।

নেতার স্ত্রী আগেই যোগ দিয়েছেন বিজেপিতে

নেতার স্ত্রী আগেই যোগ দিয়েছেন বিজেপিতে

এটা উল্লেখ করা প্রয়োজন, শ্রেয়সীর মা পুতুল দেবী ২০১৪-র সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করেছিলেন। বিহারের বাঁকা জেলা থেকে সাংসদ হয়েছিলেন তিনি। বিজেপির টিকিটেই প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি জনপ্রতিনিধি ছিলেন ২০১৯ পর্যন্ত।

 ২০১৯-এ নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা পুতুল দেবীর

২০১৯-এ নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা পুতুল দেবীর

২০১৯-এর সাধারণ নির্বাচনে অবশ্য বাঁকা আসনটি জেডিইউ-এর দখলে যায়। কারণ পুতুল দেবী ও বিজেপির মধ্যে সংঘাত। এনডিএ প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যেই কারণে পুতুল দেবীকে ছয়বছরের জন্য বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছিল।

৩ দফায় বিহার বিধানসভার নির্বাচন

৩ দফায় বিহার বিধানসভার নির্বাচন

২৮ অক্টোবর, ৩ নভেম্বর এবং ৭ নভেম্বর বিহার বিধানসভার ২৪৩ টি আসনের নির্বাচন। ভোট গণনা ১০ নভেম্বর।

অর্জুন পুরস্কার জয়ী শুটার শ্রেয়সী

অর্জুন পুরস্কার জয়ী শুটার শ্রেয়সী

২৯ বছর বয়সী শ্রেয়সী সিং ইতিমধ্যেই অর্জুন পুরস্কার পেয়েছেন। ২০১৮-র কমনওয়েলথ গেমস-এ শুটিং-এ সোনার পদক পেয়েছিলেন তিনি। ২০১৪-র গ্লাসগো কমনওয়েলথ গেমসে তিনি রুপোর পদক পেয়েছিলেন।

দিগ্বিজয় সিং-এর পরিচিতি

দিগ্বিজয় সিং-এর পরিচিতি

চন্দ্রশেখর মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কাজ করেছেন দিগ্বিজয় সিং। অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভাতেও তিনি মন্ত্রী ছিলেন। সমতা পার্টি গঠনের সময় নীতীশ কুমারের সহযোগী ছিলেন তিনি।

নরেন্দ্র মোদীকে নিশানা রাহুল গান্ধীর, হাথরাসকাণ্ড প্রসঙ্গে রাহুল গান্ধী, রাহুলের নিশানা বিজেপিনরেন্দ্র মোদীকে নিশানা রাহুল গান্ধীর, হাথরাসকাণ্ড প্রসঙ্গে রাহুল গান্ধী, রাহুলের নিশানা বিজেপি

English summary
Digvijay Singh's daughter shooter Shreyasi Singh joins BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X