For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা চিকিৎসায় ম্যাজিকের মতো কাজ করছে ডায়াবেটিসের একটি বিশেষ ওষুধ, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

করোনা চিকিৎসায় ম্যাজিকের মতো কাজ করছে ডায়াবেটিসের একটি বিশেষ ওষুধ, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Google Oneindia Bengali News

করোনা চিকিৎসায় নাকি ম্যাজিকের মতো কাজ করছে ডায়াবেটিসের ওষুধ মেটাফরমিন। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন গবেষকরা। অনলাইন জার্নালে প্রকাশিত হয়েছে এই খবর। গবেষকরা জানিয়েছেন ফুসফুসে করোনার সংক্রমণ রুখতে রীতি মত ভাল কাজ করছে।

করোনা চিকিৎসায় ম্যাজিকের মতো কাজ করছে ডায়াবেটিসের একটি বিশেষ ওষুধ, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

ক্যালিফোর্নিয়ার স্যান দিয়েগো স্কুল অব মেডিসিনের গবেষকরা জানিয়েছেন ডায়াবেটিসের দ্বিতীয় পর্যায়ের চিকিৎসায় ব্যবহার করা হয় মেটামরফিন নামে এই ওষুধটি। সেই ওষুধটি করোনা সংক্রমণে ফুসফুসের ফুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দিচ্ছে। সেটা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করছে। এদিকে ডায়াবেটিসে আক্রান্ত কোনও রোগীকে সবচেয়ে আগে কাবু করে করোনা ভাইরাস। তাই এই ওষুধের এই ম্যাজিক কাজ দেখে আশা দেখছেন গবেষকরা। একে কোমরবিডিটির শিকার করোনা রোগীদের চিকিৎসা সুফল মিলবে বলে মনে করছেন তাঁরা।

স্পর্শে এলেই মরবে করোনা, নয়া মাস্ক বাজারে আনল পুনের সংস্থা স্পর্শে এলেই মরবে করোনা, নয়া মাস্ক বাজারে আনল পুনের সংস্থা

কোমরবিডিটির শিকার করোনা আক্রান্তের উপর এই ওষুধ প্রয়োগ করে সাফল্য পেয়েছেন তাঁরা। তাঁরা দেখেছেন প্রবল শ্বাসকষ্ট এবং ফুসফুসে কঠিন পরিস্থিতির মধ্যে এই ওষুধের প্রয়োগে কাজ করছে। অবস্থার উন্নতি হতে শুরু করেছে। তাতেই আশার আলো দেখছেন গবেষকরা। এর আগে করোনা চিকিৎসায় একাধিক ওষুধের প্রয়োগ হয়েছে। বেশ কিছু ওষুধের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডায়াবেটিসের এই সাধারণ ওষুধের প্রয়োগের এই সাফল্য নতুন করে আশা দেখাচ্ছে।

English summary
Diabetes medicine effectively use in Coronavirus treatment shows research
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X