For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার তৃতীয় ওয়েভের চোখ রাঙানি, গণেশ উৎসব নিয়ে মুম্বইতে জারি ১৪৪ ধারা

করোনার তৃতীয় ওয়েভের চোখ রাঙানি, গণেশ উৎসব নিয়ে মুম্বইতে জারি ১৪৪ ধারা

Google Oneindia Bengali News

করোনার তৃতীয় ওয়েভ নিয়ে আগেই সতর্ক করেছিল বিশেষজ্ঞরা। তার ওপর মুম্বইতে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ। এর ওপর আবার শুক্রবার থেকে শুরু হচ্ছে মুম্বইবাসীর সেরা উৎসব গণেশ চতুর্থী। তবে এ বছরও গণেশ চতুর্থী নিয়ে কড়া মনোভাব দেখিয়েছে মুম্বইয়ের পুলিশ প্রশাসন। বৃহস্পতিবারই ১৪৪ ধারার অন্তর্গত নিষিদ্ধ আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, গোটা গণেশ উৎসবে পাঁচ জনের বেশি জমায়েত ও শোভাযাত্রা করা চলবে না। এছাড়াও গণেশ পুজোর প্যান্ডেলে ভগবানের মুখ দর্শন বা প্যান্ডেল পরিদর্শনের ওপরও নিষেধাজ্ঞা জারি রয়েছে।

টানা ৯দিন জারি ১৪৪ ধারা

টানা ৯দিন জারি ১৪৪ ধারা

মুম্বই পুলিশ কমিশনারেট এলাকায় এই আদেশ জারি থাকবে ১০ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এই আদেশে বলা হয়েছে, কেউ যদি এই নিয়মের উলঙ্ঘন করেন তবে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় তাঁকে শাস্তির মুখে পড়তে হবে। ডিসিপি এস চৈতন্য এই আদেশে সই করেছেন বলে জানা গিয়েছে।

গণেশের মুখ দর্শন নিষিদ্ধ

গণেশের মুখ দর্শন নিষিদ্ধ

মহারাষ্ট্র সরকার তার আদেশ সংশোধন করার মাত্র একদিন পর এই আদেশটি পাস করা হয়েছে, যার ফলে রাজ্য জুড়ে গণেশ উৎসবের সময় ভধবান গণেশের মুখদর্শন নিষিদ্ধ। আসন্ন তৃতীয় ওয়েভের সম্ভাবনার কারণে আদেশটি পরিবর্তন করা হয়েছিল।

মেয়রের সতর্কতা

মেয়রের সতর্কতা

ইতিমধ্যে মুম্বইয়ের এই করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে মেয়র কিশোরী পেডনেকর জানিয়েছেন যে, ভারতে করোনার তৃতীয় ওয়েভ প্রবেশ করেছে। তাই গণেশ চতুর্থী উপলক্ষ্যে মুম্বইবাসীকে রাস্তায় ভিড় না করে নিজেদের বাড়িতে থেকেই এই উৎসব উদযাপনের আবেদন জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন যে, ভিড় বাড়লে সংক্রমণও বাড়বে। প্রসঙ্গত, মুম্বই পুলিশের আদেশ যেদিন জারি করা হয় সেদিনই অর্থাৎ বৃহস্পতিবার বাণিজ্য নগরীতে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল। মুম্বইতে দৈনিক সাড়ে তিনশো থেকে চারশো করোনা কেস সনাক্ত হচ্ছে। গ ২৪ ঘণ্টায় মুম্বইতে ৫৩০টি করোনা কেস ধরা পড়েছে। উৎসবের আগে এই বৃদ্ধি প্রশাসনের চিন্তা দ্বিগুণ করেছে।

সেজে উঠেছে মুম্বই

সেজে উঠেছে মুম্বই

শুক্রবার গণেশ উৎসব উপলক্ষ্যে ইতিমধ্যেই গোটা মুম্বই শহর সেজে উঠেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড ও ছোট পর্দার তারকারাও বাপ্পাকে মহা সমারোহের সঙ্গে বাড়িতে নিয়ে আসছেন। মুম্বইয়ের প্রভাদেবী এলাকায় সিদ্ধিবিনায়ক মন্দিরটিও সুন্দর করে সেজে উঠেছে। এই মন্দির দেশের বিখ্যাত মন্দিরগুলির মধ্যে অন্যতম। এখানে সিদ্ধিভিনায়ককে 'ইচ্ছাপূরণকারী প্রভু' বা 'জ্ঞানের প্রভু' বা 'আলোকিত ব্যক্তি' হিসেবে ভক্তি করা হয়। সিদ্ধিবিনায়কের পাশাপাশি মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজা সেজে উঠেছে গণেশ চতুর্থীর জন্য। বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন ইতিমধ্যেই ভার্চুয়াল দর্শন করিয়ে দিয়েছেন লালবাগচা রাজার গণেশ জির।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
১৪৪ ধারা, covid third wave coming soon section 144 issued in mumbai on ganesh festival
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X