For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআইয়ের গ্রেফতারি নিয়ে প্রশ্ন আদালতের, প্রাক্তন ব্যাঙ্কার চন্দা কোছারকে মুক্তির বার্তা

সিবিআইয়ের গ্রেফতারি নিয়ে প্রশ্ন আদালতের, প্রাক্তন ব্যাঙ্কার চন্দা কোছারকে মুক্তির বার্তা

Google Oneindia Bengali News

সিবিআইয়ের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে দিল আদালত। আদালত সাফ জানাল, সিবিআইের গ্রেফতার করা ঠিক হয়নি প্রাক্তন ব্যাঙ্কার চন্দা কোচারকে। চন্দা কোছারকে মুক্তি দেওয়া হবে বলেও জানিয়ে দিল আদালত। ১৫ জানুয়ারি ছেলের বিয়ের ঠিক আগে স্বস্তি ফিরল চন্দা কোছারের।

সিবিআইয়ের গ্রেফতারি নিয়ে প্রশ্ন আদালতের, প্রাক্তন ব্যাঙ্কার চন্দা কোচারকে মুক্তির বার্তা

আদালত বলেছে, গত মাসে আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোছার ও তাঁর স্বামী দীপক কোছারকে গ্রেফতার করা বেআইনি হয়েছিল। তাই তাঁদের মুক্তি দেওয়া হবে। ১৫ জানুয়ারি কোছার দম্পতির ছেলের বিয়ে ঠিক হয়েছে। তার আগে এদিন বোম্বে হাইকোর্ট তাঁদের স্বস্তি দিয়েছে।

চন্দা কোছার যখন ওই বেসরকারি ব্যাঙ্কের প্রধান ছিলেন, তখন ভিডিওকন গ্রুপকে দেওয়া তিন হাজার কোটি টাকার ঋণ অনিয়ম হয়েছিল। সেই সংক্রান্ত একটি মামলায় ২৩ ডিসেম্বর তাদের গ্রেফতার করা হয়। সিবিআই চন্দা কোছার ও তাঁর স্বামী দীপক কোছারকে গ্রেফতার করে।

এরপর চন্দা কোছার ও দীপক কোছার প্রশ্ন তোলেন, তাঁদের ছেলের বিয়ের কথা বলে সিবিআইয়ের কাছে আর্জি জানিয়েছিল। কিন্তু সিবিআই তাতে কান দেয়নি। তারা কোছার দম্পতিকে গ্রেফতার করে। এর আগে আইসিআইসিআই ঋণ জালিয়াতি মামলায় ভিডিওকন গ্রুপের চেয়ারম্যান বেণুগোপালকে গ্রেফতার করা হয়।

চন্দা কোছার বোম্বে হাইকোর্টে যুক্তি দিয়েছিলেন, তাদের গ্রেফতার বেআইনি। কারণ হিসেবে তারা তুলে ধরেন, তাঁরা কোনওরকম কারচুপি করেননি। সস্থার শর্ত মেনে ওই ঋণ দিয়েছিলেন তিনি। গত সপ্তাহে আদালতে স্পষ্ট করে বলেছে যে, তারা কোছারদের আবেদন তাঁদের ছেলের বিয়ের কারণে মঞ্জুর করেছে এমন নয়, তদন্ত নিয়েই তাদের আপত্তি। সেই আপত্তি তুলে আদালত জানিয়েছে এই গ্রেফতারি ঠিক হয়নি।

চন্দা কোচার ২০১৮ সালের অক্টোবরে আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও ও ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছিলেন। তিনি ব্যাঙ্কের ঋণ দেওয়ার পদ্ধতিতে ভিডিওকন গ্রুপ, এক কনজিউমার ইলেকট্রনিক্স এবং তেল ও গ্যাস অনুসন্ধান সংস্থাকে সমর্থন করেছিলেন। তা নিয়ে বিতর্কের জেরেই চন্দা কোছার পদত্যাগ করে সরে যান।

পরবর্তী কালে ভিডিওকন গ্রুপকে ২০১২ সালে ৩২৫০ কোটি টাকা ঋণ দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। সিবিআই চন্দা কোছারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণার অভিযোগে মামলা করে। সেই মামলার তদন্ত চলছি। সেই মামলায় পরে সিবিআই জানতে পারে ভিডিওকন গ্রুপ আইসআইসিআই ব্যাঙ্কের জন্য একটি নন-পারফর্মিং অ্যাসেট হয়ে উঠেছে।

সিবিআই তদন্তে আর জানতে পারে আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর চন্দা কোছারের স্বামী এবং তাঁর পরিবারের সদস্যরা এই লেনদেন থেকে বিস্তর উপকৃত হয়েছেন। এই অভিযোগ সামনে আসার পরে বিষয়টি নিয়ে চর্চা হয়। সিবিআইও এই বিষয়টিতে বিশেষ দৃষ্টি দেয়।

Joshimath: 'বসবাসের অযোগ্য জোশীমঠ', আরও ৬৮টি বাড়িতে ফাটল, আজ পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধিদলJoshimath: 'বসবাসের অযোগ্য জোশীমঠ', আরও ৬৮টি বাড়িতে ফাটল, আজ পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধিদল

English summary
Court raises question about CBI arrest of ex banker Chanda Kochar not OK and she will be freed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X