For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস আতঙ্ক, মারণ রোগ থেকে রক্ষা করতে দেবতাকেও পরানো হল মাস্ক

করোনা ভাইরাস আতঙ্ক, মারণ রোগ থেকে রক্ষা করতে দেবতাকেও পরানো হল মাস্ক

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আতঙ্কে সকলেই জবুথবু। এই সংক্রমক রোগ থেকে বাঁচতে প্রত্যেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। মানুষের পাশাপাশি আমাদের রক্ষাকর্তা স্বয়ং ভগবানেরও তো এই ভয় রয়েছে। আর তাই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বারাণসীর এক মন্দিরে দেবতাকে পরিয়ে দেওয়া হল মাস্ক এবং ভক্তদের কাছে আবেদন জানানো হয়েছে কেউ যেন দেবতাকে স্পর্শ না করে।

করোনা ভাইরাস আতঙ্ক, মারণ রোগ থেকে রক্ষা করতে দেবতাকেও পরানো হল মাস্ক

মন্দিরের পুরোহিত কৃষ্ণ আনন্দ পাণ্ডে সোমবার বলেন, '‌দেশজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতেই ভগবান বিশ্বনাতকে মাস্ক পরানো হয়েছে। যেমন ঠাণ্ডার সময় আমরা দেবতার মূর্তিকে পোশাক পরাই বা গরমের সময় এসি বা ফ্যান চালিয়ে দিই। সেরকমই ভগবানকে মাস্ক পরানো হয়েছে।’‌ করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে ভক্তদের ভগবানকে ছুঁতেও নিষেধ করা হয়েছে। পুরোহিত বলেন, '‌আমরা ভক্তদের কাছে অনুরোধ করেছি যে এই ভাইরাস সংক্রমক রোধ করতে দেবতাকে যেন স্পর্শ না করা হয়। কারণ তবে বহু মানুষই সংক্রমিত হবে।’‌ এরপর দেবতার সঙ্গে পুরোহিতও মাস্ক পরেই পুজো করেন। প্রসঙ্গত, চিন থেকে এই রোগের উৎস হলেও তা ৬৫টি দেশে ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে। ভারতেও ৩১ জনের শরীরে এই মারণ রোগের ভাইরাস পাওয়া গিয়েছে। চিনে এখনও পর্যন্ত তিন হাজারের ওপর মানুষের মৃত্যু হয়েছে।

English summary
coronavirus scare put masks on deity at varanasi temple
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X