For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানিদের করোনা আক্রান্ত চিন থেকে ফিরিয়ে আনতে মোদী সরকারের প্রস্তাব! ইমরান দিলেন কোন বার্তা

  • |
Google Oneindia Bengali News

দুই দেশের মধ্যে সম্পর্কের উত্থান পুলওয়ামা কাণ্ডের আর দেখা যায়নি। এরপর কাশ্মীর থেকে ৩৭০ ধারা ভারত অবলুপ্ত করে। আর সেই সময় থেকেই ইমরানের পাকিস্তান ক্ষোভে ফুঁসে উঠতে থাকে। যোগাযোগ বন্ধ হয়ে যায় বাণিজ্যিক ক্ষেত্রে। বন্ধ হয় ট্রেন যোগাযোগ। এরপর বিশ্ব দরবারে বারবার ভারত বিরোধিতা করেও কোণঠাসা হয়ে যায় ইমরানের দেশ। তবে এবার বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়েছিল দিল্লি। ইসলামাবাদ তাতে কোন বার্তা দিয়েছে দেখা যাক।

পাকিস্তান ও উহান সমস্যা

পাকিস্তান ও উহান সমস্যা


পাকিস্তানের উহান এই মুহূর্তে আতঙ্কের শহর। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে। প্রাথমিকভাবে এই শহরকেই মনে করা হয়েছিল করোনার আঁতুড় ঘর। এরপর সেখান থেকে নিজের দেশের নাগরিকদের বহু দেশই ফিরিয়ে নিয়ে চলে আসে। কিন্তু পাকিস্তানের ইমরান সরকার নিজের নাগরিকদের চিন থেকে ফিরিয়ে আনতে চায়নি। এই নিয়ে বহু সমালোচনার মুখেও পড়ে ইসলামাবাদ।

ভারত দিয়েছে সাহায্যের বার্তা

ভারত দিয়েছে সাহায্যের বার্তা

ভারত এরপর জানিয়েছে যে , দিল্লি রাজি রয়েছে প্রতিবেশী বিভিন্ন দেশের নাগরিকদের চিন থেকে ফিরিয়ে আনতে। এই প্রসঙ্গে উহান থেকে পাকিস্তানি নাগরিকদেরও ফিরিয়ে আনবার বিষয়ে উদ্যোগের কথা বলে দিল্লি।

 পাকিস্তান দিয়েছে কোন বার্তা?

পাকিস্তান দিয়েছে কোন বার্তা?

ভারতের সাহায্যের প্রস্তাব এলেও, তাতে কর্ণপাত করেননি ইমরান খান। ইমরান সরকার নিজে থেকে চিনে অবস্থিত পাকিস্তানিদের ফিরিয়ে আনতে উদ্যোগী না হলেও , তারা ভারতকেও সেই কাজ করতে দিচ্ছে
না।

মালদ্বীপের সাহায্যে ভারত

মালদ্বীপের সাহায্যে ভারত

এর আগে যখন উহান থেকে ভারতীয়দের উদ্ধার করতে দিল্লি এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান পাঠায়, তখন সেখান থেকে মালদ্বীপের একাধিক নাগরিককে নিয়ে আসে দিল্লি। আর সেই ঘটনার পর পাকিস্তানের অবস্থান নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ।

English summary
Corona attack, Modi offered to evacuate Pakistani students from Wuhan, Khan didn’t respond.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X