For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আঞ্চলিক স্থিতির জন্য সহযোগিতা গুরুত্বপূর্ণ, সেন্ট্রাল এশিয়া সম্মেলনে বললেন মোদী

আঞ্চলিক স্থিতির জন্য সহযোগিতা গুরুত্বপূর্ণ, সেন্ট্রাল এশিয়া সম্মেলনে বললেন মোদী

  • |
Google Oneindia Bengali News

স্থিতিশীল সার্বভৌম প্রতিবেশী-সৌজন্যের ক্ষেত্র তৈরিতে সেন্ট্রাল এশিয়া ভারতের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ৷ এভাবেই প্রথম ইন্ডিয়া-সেন্ট্রাল এশিয়া সম্মেলন শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ভার্চুয়াল এই বৈঠকে অংশ নিয়েছিল কাজাখাস্তান, উজবেকিস্তান, কিরঘিজিস্তান, তুর্কমেনিস্তান, তাজাখিস্তানের রাষ্ট্রপতিরা৷

আঞ্চলিক স্থিতির জন্য সহযোগিতা গুরুত্বপূর্ণ, সেন্ট্রাল এশিয়া সম্মেলনে বললেন মোদী

বৃহস্পতিবার ভারত আয়োজিত এই ইন্ডিয়া-সেন্ট্রাল এশিয়া সম্মেলনে যোগ দিয়েছিলেন কাজাখস্তানের কাসিম-জোমার্ট টোকায়েভ, উজবেকিস্তানের শাভকাত মিরজিওয়েভ, কিরগিজ প্রজাতন্ত্রের সাদির জাপারভ, তাজিকিস্তানের ইমোমালি রহমান এবং তুর্কমেনিস্তানের গুরবাংগুলি বের্দিমুহামেদো। এদিনের ভার্চুয়াল বৈঠকে দেশের প্রধানমন্ত্রী বলেন সেন্ট্রাল এশিয়ার সঙ্গে 'ডিপ্লোমেটিক চুক্তির' মাধ্যমে সুসম্পর্কের ৩০ বছর পূর্ণ করেছে ভারত।

তিনি আরও যোগ করেন, বিগত তিন দশকে, আমাদের(সেন্ট্রাল এশিয়ার দেশগুলি ও ভারতের) সহযোগিতা অনেক সাফল্য অর্জন করেছে এবং এখন, এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে, আমাদের আগামী বছরগুলির জন্য একটি উচ্চাকাঙ্ক্ষী দৃষ্টিভঙ্গির প্রয়োজন৷ এমন একটি দৃষ্টিভঙ্গি যা আমাদের তরুণদের আকাঙ্খা পূরণ করতে পারবে।

এরপরই আফগানিস্তানে তালিবানের উত্থান ও তার ফলে তৈরি হওয়া সমস্যা যা দক্ষিণ এশিয়া সহ সেন্ট্রাল এশিয়ার দেশগুলিকেও প্রভাবিত করতে পারে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, তালিবানের দখলে যাওয়ার পর থেকে
আফগানিস্তানের ধারাবাহিক ঘটনা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। সেই প্রেক্ষাপটে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আমাদের পারস্পরিক সহযোগিতা এখন আরও বেশি গুরুত্বপূর্ণ।

গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত ভারত-মধ্য এশিয়া পররাষ্ট্রমন্ত্রীদের তৃতীয় বৈঠকে আলোচনার মূল বিষয়গুলির মধ্যে আফগানিস্তান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী মোদি তিন-দফা প্রস্তাবের উল্লেখ করেন। ভারত এবং মধ্য এশিয়ার মধ্যে সমন্বয় আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য অপরিহার্য, বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী৷ তিনি আরও বলেন, দ্বিতীয় উদ্দেশ্য হল এই সহযোগিতাকে একটি কার্যকরী গঠন দেওয়া যা বিভিন্ন সহযোগীদের সহযোগিতায় নির্মিত হবে৷

English summary
Cooperation is important for regional stability, Modi said at the Central Asia Conference
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X