For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে ঘূর্ণিঘড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রাহুল গান্ধী

ঘূর্ণিঘড় ওখি কবলিত কেরলের তিরুবনন্তপূরমের পুনথুরা এবং ভিজিনজ্যাম এলাকা পরিদর্শন করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিরুবনন্তপূরমে একটি জনসভাও করেন রাহুল।

  • |
Google Oneindia Bengali News

ঘূর্ণিঘড় ওখি কবলিত কেরলের তিরুবনন্তপূরমের পুনথুরা এবং ভিজিনজ্যাম এলাকা পরিদর্শন করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিরুবনন্তপূরমে একটি জনসভাও করেন রাহুল।

কেরলে ঘূর্ণিঘড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রাহুল গান্ধী

তিরুবনন্তপূরমে ঘূর্ণঝড়ে মূলত মৎস্যজীবী পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে। কিংবা অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন। সেখানে মৎস্য মন্ত্রক গঠনের প্রয়োজনীয়তার কথাও বলেন রাহুল গান্ধী। তিনি বলেন, মৎস্যজীবীদের অবস্থা দেশের অন্য অংশের কৃষকদের মতোই। কৃষক এবং মৎস্যজীবী, উভয় অংশের মানুষই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন রাহুল। মৎস্যজীবীদের অসুবিধা, তাদের সুযোগ-সুবিধার জন্য মন্ত্রক গঠনের ওপর জোর দেন রাহুল।

এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের বিপর্যয় মোকাবিলার ওপর জোর দিয়েছেন রাহুল।

পুনথুরা সফর শেষে রাহুল গান্ধী যান ভিজিনজামে। এরপরে কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা দেন রাহুল গান্ধী।

পরে তিরুবনন্তপূরমে ফিরে আরএসপি নেতা বেবি জনের জন্ম শতবার্ষিকীতে যোগ দেবেন রাহুল গান্ধী।

English summary
Congress President Rahul Gandhi visits Ockhi affected areas in Thiruvananthapuram in Kerala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X