For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিটিংবাজ নীতীশ, ভোটের পরেই আরজেডির হাত ধরবেন, বিস্ফোরক দাবি চিরাগ পাসোয়ানের

চিটিংবাজ নীতীশ, ভোটের পরেই আরজেডির হাত ধরবেন, বিস্ফোরক দাবি চিরাগ পাসোয়ানের

Google Oneindia Bengali News

বিধানসভা ভোেটর পর বিজেপির হাত ছেড়ে আরজেডির হাত ধরবেন নীতীশ কুমার। ফের নীতীশের বিরুদ্ধে আক্রমণ শানালেন নীতীশ কুমার। জেডিইউ সুপ্রিমোকে বিশ্বাসঘাতী, প্রতারক বলে আক্রমণ শানিয়েছেন চিরাগ। ভোটের আগে থেকেই নীতীশের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছিল চিরাগের। রাম বিলাস পাসোয়ানকে একাধিকবার নীতীশ অপমান করেছেন বলেও অভিযোগ করেছিলেন তিনি। বিজেপি নীতীশকে বেশি গুরুত্ব দেওয়ার কারণেই জোট ছেড়ে একা বিহারের ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চিরাগ।

প্রতারক নীতীশ

প্রতারক নীতীশ

জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারকে প্রতারক, চিটিংবাজ বলে আক্রমণ চিরাগ পাসোয়ানের। তিনি দাবি করেছেন বিধানসভা ভোটের পর নীতীশ কুমার বিজেপির হাত ছেড়ে আরজেডির সঙ্গে হাত মেলাবেন। বিজেপির সঙ্গে এক কথায় প্রতারণা করবেন নীতীশ কুমার এমনই বিস্ফোরক দাবি করেছেন তিনি। এর আগেও নীতীশ কুমারের বিরুদ্ধে একাধিকবার আক্রমণ শানিয়েছেন চিরাগ পাসোয়ান।

নীতীশ মুক্ত বিহার গড়ার আহ্বান

নীতীশ মুক্ত বিহার গড়ার আহ্বান

১৫ বছর ধরে বিহারকে চরম কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে নীতীশ কুমার। চিরাগ পাসোয়ান এবার নীতীশ মুক্ত বিহার গড়ার আহ্বান জানিয়েছেন িচরাগ পাসোয়ান। আগামী ১৫ বছর যাতে বিহার সুরক্ষিত থাকে সেই মত বিহারবাসীকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য এবার জেডিইউ-র থেকে বেশি আসনে লড়ছে এলজেপি।

বিহারে ভোট গ্রহণ

বিহারে ভোট গ্রহণ

আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বিহারে ভোট গ্রহণ। সকাল সাতটা থেকে বিহারের ৭১টি আসনে চলছে ভোটগ্রহণ। ইতিমধ্যেই ভোট দিয়ে ফেলেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বিহারের উন্নয়নের স্বার্থে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নীতীশ কুমার। একাধিক ভোট কেন্দ্রে ইভিএম বিকলের খবর পাওয়া গিয়েছে। একাধিক কেন্দ্রে দেরীতে ভোট গ্রহন শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর বার্তা

প্রধানমন্ত্রীর বার্তা

বিহারের বাসিন্দাদের কোভিড বিধি মেনে ভোটদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও বিহারের বাসিন্দাদের কোভিড বিধি মেনেই ভোট দানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজ্যের ভোটকেন্দ্র গুলিকে পর্যাপ্ত স্যানিটাইজেশন করে তবেই শুরু হয়েছে ভোট গ্রহন।

English summary
Chirag paswan slams Nitish Kumar says he will join RJD soon after election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X