For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে আফগানিস্তান নিয়ে মিটিংয়ে যোগ দেবে না চিন, অনুপস্থিত পাকিস্তানও

দিল্লিতে আফগানিস্তান নিয়ে মিটিংয়ে যোগ দেবে না চিন, অনুপস্থিত পাকিস্তানও

  • |
Google Oneindia Bengali News

আগামী ১০ নভেম্বরই দিল্লিতে আফগানিস্তান ইস্যুতে বৈঠকে বসতে চলেছে বিশ্বের তাবড় তাবড় দেশ। তবে গত সপ্তাহেই ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা উপস্থিত থাকবে না দিল্লি রিজিওনাল ডায়লগ বৈঠকে। এবার জানা গেল, শুধু পাকিস্তান নয়, এই বৈঠকে গরহাজির থাকবে চিনও। অনুপস্থিতির কারন হিসেবে 'সময়সূচির সমস্যা'কে দেখিয়েছে তারা।

আফগানিস্তানে তালিবানের পাশে চিন ও পাকিস্তান!

আফগানিস্তানে তালিবানের পাশে চিন ও পাকিস্তান!

বিশ্ব রাজনীতি তথা কূটনীতি নিয়ে যাঁরা ওয়াকিবহাল, তাঁরা জানেন, আফগানিস্তান সমস্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দু'টি দেশের নাম হয়ত পাকিস্তান এবং চিনই। অগাস্ট মাসে তালিবান কাবুল দখল করার পর এই দুই দেশই সমর্থন করেছিল তাদের। কাজেই আফগানিস্তান ইস্যুতে দু'টি রাষ্ট্রের বৈঠক এড়ানো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে চিন-পাকিস্তান অনুপস্থিত থাকলেও উপস্থিত থাকবে রাশিয়া, তাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, কির্গিস্তানের মতো দেশগুলি। প্রতিটি দেশেরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উপস্থিত থাকবেন এই বৈঠকে। ভারতের প্রতিনিধিত্ব করবেন এনএসএ অজিত ডোভাল। উল্লেখযোগ্যভাবে চিন অনুপস্থিত থাকলেও তারা জানিয়েছে, দ্বিপাক্ষিক আলোচনার জন্য সর্বদা প্রস্তুত বেজিং৷

কী নিয়ে আলোচনা?

কী নিয়ে আলোচনা?

সূত্রের খবর, প্রাদেশিক নিরাপত্তা নিয়েই এই বৈঠকে আলোচনা হবে৷ তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কীভাবে তার প্রভাব পড়বে সেই সীমান্তে, তা নিয়ে আলোচনা করবে প্রতিটি দেশ৷ মূলত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া, পরিকল্পনা করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। মার্কিন যুক্তরাষ্ট্র যে যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র ফেলে গিয়েছে, মাদক উৎপাদন, পাচার থেকে শুরু করে মানব পাচার সব নিয়েই আলোচনা করা হবে৷

মোদীকে ফোন!

মোদীকে ফোন!

বৈঠকের পাশাপাশি নিরাপত্তা আধিকারিকরা সবাই মিলিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করবেন বলেও জানা গিয়েছে। অনেক অতিথি আবার বৈঠক শেষে ঘুরে আসবেন অমৃতসর, আগ্রাতে। সমস্ত দেশের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠকও হবে বলে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশ ভোটের আগে মুসলিমদের মন পেতে 'তালিম অউর তিজরাত' শুরু করল বিজেপিউত্তরপ্রদেশ ভোটের আগে মুসলিমদের মন পেতে 'তালিম অউর তিজরাত' শুরু করল বিজেপি

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Some of the countries are set to meet in Delhi on November 10 on the Afghanistan issue. However, Islamabad announced last week that they would not attend the Delhi Regional Dialogue meeting,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X